Arpita Mukherjee’s Journey: চটজলদি বিখ্যাত হওয়ার উচ্চাশাই কাল হল মধ্যবিত্ত বাড়ির সাধারণ অর্পিতার, বলছেন একদা তাঁর ঘনিষ্ঠরা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Arpita Mukherjee’s Journey: বেলঘরিয়ার সাধারণ সেই মেয়ের নাম আজ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম ভরকেন্দ্র ৷ তাঁকে ঘিরে থাকা বিনোদন দুনিয়ার রোশনাই ম্লান হয়ে গিয়েছে দুর্নীতির কালো ছায়ায়৷
কলকাতা : মধ্যবিত্ত বাড়ির মেয়ের দু’ চোখ ভরা উচ্চাকাঙ্ক্ষা৷ সেই উচ্চাকাঙক্ষাই অতীতের সাদামাটা অর্পিতাকে করে তুলেছিল পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ৷ বেলঘরিয়ার সাধারণ সেই মেয়ের নাম আজ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম ভরকেন্দ্র ৷ তাঁকে ঘিরে থাকা বিনোদন দুনিয়ার রোশনাই ম্লান হয়ে গিয়েছে দুর্নীতির কালো ছায়ায়৷
বেলঘরিয়ার অর্পিতা মডেলিং দুনিয়ায় আসা যাওয়া করতে শুরু করেন ২০০৪-০৫ সাল নাগাদ ৷ পরিচিতি বাড়তে থাকে বিনোদন দুনিয়ার লোকজনের সঙ্গে ৷ ক্রমে আসতে শুরু করে ছবিতে অভিনয়ের টুকটাক সুযোগ ৷ বাংলার পাশাপাশি সেখানে ছিল ওড়িয়া ছবিও৷ কিন্তু অর্পিতার মন এতে ভরত না ৷ তাঁর ঘনিষ্ঠ বৃত্তের কথায়, অর্পিতা চাইতেন বড় বাজেটের ছবির নায়িকা হয়ে উঠতে ৷ অর্পিতার অপেক্ষার অবসান হতে সময় লাগেনি ৷ প্রযোজক গৌতম সাহার ছবি ‘হৃদয়ে লেখো নাম’-এ তিনি অভিনয়ের সুযোগ পেলেন ৷ এ ছবিতে অভিনয় করেছিলেন মনিকা বেদিও৷
advertisement
সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন দেখা অর্পিতাকে ভোলেননি গৌতম ৷ নিউজ18 বাংলাকে তিনি বলেছেন ‘‘অর্পিতা ছিলেন খুব সাহসী ও উচ্চাকাঙ্ক্ষী৷’’ তিনি যে নায়িকা হতে এসেছেন, এ কথা জানাতে দ্বিধা ছিল না অর্পিতার৷ তবে সৌন্দর্য থাকলেও অর্পিতার অভিনয়ে খামতি ছিল, মত গৌতমের৷ তবে তাও তিনি অভিনয়ের সুযোগ দিয়েছিলেন৷ বললেন, ‘‘আমরা ওকে অভিনয়ের সুযোগ দিয়েছিলাম৷ ছবি মুক্তি পেয়েছিল ২০১১ সালে৷ এই ছবি ওকে তারকার পরিচিতি দেয়৷ তবে ২০১২ থেকে অর্পিতার মধ্যে একটা পরিবর্তন খেয়াল করেছিলাম আমরা ৷ এই সময় থেকেই অর্পিতা প্রায়ই বড় বড় পার্টিতে যেতে শুরু করে৷’’
advertisement
advertisement

একবার পরিচিত পেয়ে যেতেই অর্পিতা আর যোগাযোগ রাখেননি৷ আক্ষেপ গৌতমের৷ তবে অতীতেও ছিল চাপা অসন্তোষ৷ অর্পিতা মানতে পারেননি তাঁর প্রথম ছবি পরিচিত হবে ‘মনিকা বেদির কামব্যাক মুভি’ বলে৷ ক্ষুব্ধ অর্পিতা ছিলেন না ছবির প্রেমিয়ারেও৷ জানালেন গৌতম৷
‘‘আমরা অবাক হয়ে গিয়েছিলাম৷ যে মুহূর্তে অর্পিতা বুঝল যে ওঁকে অনেকে চিনতে পারছেন, ও যোগাযোগ রাখা বন্ধ করে দিল৷ কিছু দিন পরে আমি ওকে পার্থদা’র সঙ্গে দেখি৷ ওর বাড়ি থেকে যা যা পাওয়া গিয়েছে, সে সব দেখে আমরা স্তম্ভিত৷ অর্পিতা ছিল সাধারণ উচ্চাশী একটা মেয়ে মাত্র৷’’ বলছেন অর্পিতার প্রথম ছবির প্রযোজক ৷
advertisement
আরও পড়ুন : ডেলিভারি বয়দের ছদ্মবেশেই কি অর্পিতার ফ্ল্যাটে পৌঁছে যেত পাহাড়প্রমাণ টাকার বান্ডিল? ধারণা ইডি-র তদন্তকারীদের
জানা যাচ্ছে, কেরিয়ারের প্রথম দিকে যাঁদের সঙ্গে যোগাযোগ ছিল, তাঁদের সঙ্গে ২০১৩ থেকে যোগাযোগ ছিন্ন করেন অর্পিতা৷ তত দিনে তিনি পার্থ-ঘনিষ্ঠ বলে পরিচিত হয়ে গিয়েছেন ৷

advertisement
পরিচালক সঙ্ঘমিত্রা চৌধুরী এখন বিজেপিতে ৷ তাঁর চোখে এখনও ভাসছে অর্পিতার সাধারণ ভাবমূর্তি৷ বললেন ‘‘আমার তিনটি ছবিতে অভিনয় করেছেন অর্পিতা৷ সে সময় ও খুব সাধারণ ছিল৷ একটা গাড়ি পর্যন্ত ছিল না৷ পরে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনে৷ শ্যুটিং সেটে আমরা খুব মজা করতাম৷ ২০১৩-র পরে আমি বিজেপি-তে যোগ দিই৷ ও আমার সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দেয়৷ পরে আমি ওকে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর হোর্ডিংয়ে দেখি ৷ ওর এই উত্থানে আমি খুশিই হয়েছিলাম ৷ কিন্তু গত ১ সপ্তাহ ধরে যা দেখছি, তাতে আমি শিহরিত ৷ এই ঘটনায় এটাই প্রমাণ হয় যে একজন দায়িত্বপূর্ণ মন্ত্রী কীভাবে ওকে ব্যবহার করেছেন এবং ও নিজেও নিজেকে ব্যবহৃত হতে দিয়েছে৷’’
advertisement
আরও পড়ুন : অর্পিতার নামে থাকা কোম্পানির ৮ অ্যাকাউন্ট ফ্রিজ, রহস্য সেখানেও, খবর ইডি সূত্রে
অর্পিতাকে খুব কাছ থেকে দেখা ইন্ডাস্ট্রির লোকজন বলছেন অর্পিতা চটজলদি বিখ্যাত হয়ে যশ, প্রতিপত্তি ও অর্থ চেয়েছিলেন৷ সেই ছাপই ধরা পড়েছিল ওঁর ঘন ঘন রাজনৈতিক বৃত্ত ও বড় পার্টিতে যাওয়ার প্রবণতায়৷ একসময় সেকেন্ড হ্যান্ড গাড়ির সওয়ারি অর্পিতা এখন অডি ও মার্সিডিজ চালান ৷ তাঁর উত্থান নিঃসন্দেহে চমকপ্রদ ৷ কিন্তু তাঁর প্রাক্তন সহকর্মীদের মতে উত্থানের জন্য যে অন্ধকার পথে তিনি পা রেখেছিলেন সেটা ধ্বংসলীলার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
July 30, 2022 2:26 PM IST