Arpita Mukherjee:' আমি কোনও অন্যায় করিনি, ফাঁসানো হয়েছে', অর্পিতাকে বাড়ি থেকে নিয়ে গেল ইডি

Last Updated:

সূত্রের খবর, ইএসআই হাসপাতালে অর্পিতার মেডিক্যাল পরীক্ষা হবে, রাতে তিনি থাকবেন মহিলা লক-আপে!

#কলকাতা: গ্রেফতার চর্চিত অর্পিতা মুখোপাধ্যায়। টালিগঞ্জের আবাসন থেকে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে। আবাসনের বাইরে উপচে পড়েছে সাংবাদিক-চিত্রগ্রাহক-পুলিশ-কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড়! সবার মুখে একটাই প্রশ্ন, ''অর্পিতা টাকা কার?'' উত্তরে চিৎকার করে '২১ কোটির মালকিন' বললেন, ''আমি কোনও অন্যায় করিনি, ফাঁসানো হয়েছে''!
সূত্রের খবর, ইএসআই হাসপাতালে অর্পিতার মেডিক্যাল পরীক্ষা হবে, রাতে তিনি থাকবেন মহিলা লক-আপে!
advertisement
শুক্রবার রাত থেকেই কলকাতা শহরে একটাই নাম ঘুরে ফিরে আসছে...অর্পিতা মুখোপাধ্যায়। কলকাতাকে 'টাকার পাহাড়' দেখালেন পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা! শুক্রবার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনের বিছানা ও আলমারি থেকে উদ্ধার হয় ২০ কোটি টাকা। ২০ টি আইফোনও উদ্ধার করে ইডি, পাওয়া যায় বিপুল সোনা ও বৈদেশিক মুদ্রাও।
advertisement
শনিবার বিকেলে সেই টাকার অঙ্ক ছাপাল ২১ কোটি! সেই টাকা গুনতে ব্যাঙ্ককর্মীদের সাহায্য নেওয়া হয়। আনা হয় টাকা গোনার যন্ত্রও। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পরে তা নিয়ে যাওয়ার জন্য ট্রাক পাঠাল আরবিআই! সেই ট্রাক ভর্তি সারি সারি ট্রাঙ্ক! সে ট্রাঙ্কে বোঝাই করা হচ্ছে কোটি কোটি টাকা। প্রত্যক্ষদর্শিরা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না, এ যেন সিনেমা...!
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee:' আমি কোনও অন্যায় করিনি, ফাঁসানো হয়েছে', অর্পিতাকে বাড়ি থেকে নিয়ে গেল ইডি
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement