Partha Chatterjee Arrest: পার্থর গ্রেফতারির পর দলের অবস্থান কী, কৌশল নির্ধারণে জরুরি বৈঠকে অভিষেক

Last Updated:

এ দিন সকালেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি৷

পার্থর গ্রেফতারি নিয়ে বৈঠকে অভিষেক৷
পার্থর গ্রেফতারি নিয়ে বৈঠকে অভিষেক৷
#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তৃণমূলের দলীয় অবস্থান এবং বক্তব্য কী হবে? তা নির্ধারণের জন্যই দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে অভিষেক ছাড়াও রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষ৷ ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে এই বৈঠক চলছে৷
এ দিন সকালেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি৷ পার্থ গ্রেফতারির পর থেকে তৃণমূলের তরফে দলীয় ভাবে কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া জানানো হয়নি৷
advertisement
আজ সন্ধ্যাতেই তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷ সেই সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষের থাকার কথা৷ আশা করা হচ্ছে, অভিষেকের সঙ্গে বৈঠকেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের দলীয় অবস্থান এবং কৌশল নির্ধারণ করা হবে৷ তার পরেই সেই সিদ্ধান্ত সংবাদমাধ্যমের সামনে জানানো হবে৷
advertisement
পার্থ চট্টোপাধ্যায়কে আজ ব্যাঙ্কশাল কোর্টে পেশ করে ইডি৷ রাজ্যের মন্ত্রী এবং তৃণমূলের মহাসচিবকে দু' দিনের জন্য ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee Arrest: পার্থর গ্রেফতারির পর দলের অবস্থান কী, কৌশল নির্ধারণে জরুরি বৈঠকে অভিষেক
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement