#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তৃণমূলের দলীয় অবস্থান এবং বক্তব্য কী হবে? তা নির্ধারণের জন্যই দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে অভিষেক ছাড়াও রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষ৷ ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে এই বৈঠক চলছে৷
এ দিন সকালেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি৷ পার্থ গ্রেফতারির পর থেকে তৃণমূলের তরফে দলীয় ভাবে কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া জানানো হয়নি৷
আরও পড়ুন: বাড়িতে উদ্ধার ২১ কোটি, ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের খরচ মেটাতেন না অর্পিতা!আজ সন্ধ্যাতেই তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷ সেই সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষের থাকার কথা৷ আশা করা হচ্ছে, অভিষেকের সঙ্গে বৈঠকেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের দলীয় অবস্থান এবং কৌশল নির্ধারণ করা হবে৷ তার পরেই সেই সিদ্ধান্ত সংবাদমাধ্যমের সামনে জানানো হবে৷
পার্থ চট্টোপাধ্যায়কে আজ ব্যাঙ্কশাল কোর্টে পেশ করে ইডি৷ রাজ্যের মন্ত্রী এবং তৃণমূলের মহাসচিবকে দু' দিনের জন্য ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arpita Mukherjee, Partha Chatterjee, SSC