Arpita Mukherjee Arrest: বাড়িতে উদ্ধার ২১ কোটি, ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের খরচ মেটাতেন না অর্পিতা!

Last Updated:

আবাসিকরা জানাচ্ছেন, ঘন ঘন না হলেও মাঝেমধ্যেই ওই ফ্ল্যাটে আসতেন অর্পিতা৷

রথতলার এই আবাসনেই জোড়া ফ্ল্যাট রয়েছে অর্পিতার৷
রথতলার এই আবাসনেই জোড়া ফ্ল্যাট রয়েছে অর্পিতার৷
#অরুণ ঘোষ, বেলঘড়িয়া: তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি টাকা৷ যা নিয়ে গোটা রাজ্য তো বটেই, দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে৷ অথচ যাঁর বাড়ি থেকে এই বিপুল পরিমাণ নগদ মিলেছে, সেই অর্পিতা মুখোপাধ্যায় ছ' মাসেরও বেশি সময় ধরে নিজের দু'টি ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ বাবদ খরচ মেটাননি৷ যার পরিমাণ প্রায় কুড়ি হাজার টাকা৷
উত্তর চব্বিশ পরগণার বেলঘড়িয়ায় অর্পিতার পৈতৃক বাড়ি রয়েছে৷ বেলঘড়িয়ার রথতলা এলাকায় একটি অভিজাত আবাসনে দু' টি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে অর্পিতার৷ যার মধ্যে একটি ফ্ল্যাট ১৭০০ বর্গফুট মাপের, অন্যটির আয়তন ১৫০০ বর্গফুটের কাছাকাছি৷
advertisement
advertisement
ওই আবাসনের ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অঙ্কিত চিরোরিয়ার অবশ্য দাবি, দীর্ঘদিন ধরেই আবাসনের রক্ষণাবেক্ষণ বাবদ ফ্ল্যাট মালিকদের থেকে যে টাকা নেওয়া হয়, তা মেটাচ্ছেন না অর্পিতা৷ জানুয়ারি মাস থেকেই অর্পিতা এই টাকা মেটাননি বলে দাবি৷ জমতে জমতে বকেয়ার পরিমাণ ২০ হাজার টাকায় পৌঁছেছে৷ এর মধ্যে একটি ফ্ল্যাটের জন্য বকেয়া ১১ হাজার টাকা, অন্যটির রক্ষণাবেক্ষণের খরচ বাবদ বাকি রয়েছে ৯ হাজার টাকা৷ আবাসনের নিয়ম মেনে অর্পিতার দু'টি ফ্ল্যাটের দরজায় বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য নোটিসও লাগানো হয়েছে৷
advertisement
আবাসিকরা জানাচ্ছেন, ঘন ঘন না হলেও মাঝেমধ্যেই ওই ফ্ল্যাটে আসতেন অর্পিতা৷ তবে আবাসিকদের অভিযোগ, প্রভাব খাটিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ম বহির্ভূত ভাবে গেস্ট হাউজ চালু করার চেষ্টা করেছিলেন অর্পিতা, কিন্তু আবাসিকদের আপত্তিতে সেই চেষ্টা ভেস্তে যায়৷
advertisement
জানা গিয়েছে, বরানগরে অর্পিতা মুখোপাধ্যায়ের একটি নেল পার্লারও রয়েছে৷ বরানগরের পাশাপাশি দক্ষিণ কলকাতাতেও তাঁর একটি পার্লার রয়েছে বলে খবর৷ তবে এই পার্লারগুলি অর্পিতা তাঁর কর্মীদের দিয়েই মূলত চালাতেন৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arpita Mukherjee Arrest: বাড়িতে উদ্ধার ২১ কোটি, ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের খরচ মেটাতেন না অর্পিতা!
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement