#অরুণ ঘোষ, বেলঘড়িয়া: তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি টাকা৷ যা নিয়ে গোটা রাজ্য তো বটেই, দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে৷ অথচ যাঁর বাড়ি থেকে এই বিপুল পরিমাণ নগদ মিলেছে, সেই অর্পিতা মুখোপাধ্যায় ছ' মাসেরও বেশি সময় ধরে নিজের দু'টি ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ বাবদ খরচ মেটাননি৷ যার পরিমাণ প্রায় কুড়ি হাজার টাকা৷
উত্তর চব্বিশ পরগণার বেলঘড়িয়ায় অর্পিতার পৈতৃক বাড়ি রয়েছে৷ বেলঘড়িয়ার রথতলা এলাকায় একটি অভিজাত আবাসনে দু' টি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে অর্পিতার৷ যার মধ্যে একটি ফ্ল্যাট ১৭০০ বর্গফুট মাপের, অন্যটির আয়তন ১৫০০ বর্গফুটের কাছাকাছি৷
আরও পড়ুন: পার্থর ২ দিনের ইডি হেফাজত, নিয়োগ দুর্নীতি মামলায় নির্দেশ দিল আদালত
ওই আবাসনের ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অঙ্কিত চিরোরিয়ার অবশ্য দাবি, দীর্ঘদিন ধরেই আবাসনের রক্ষণাবেক্ষণ বাবদ ফ্ল্যাট মালিকদের থেকে যে টাকা নেওয়া হয়, তা মেটাচ্ছেন না অর্পিতা৷ জানুয়ারি মাস থেকেই অর্পিতা এই টাকা মেটাননি বলে দাবি৷ জমতে জমতে বকেয়ার পরিমাণ ২০ হাজার টাকায় পৌঁছেছে৷ এর মধ্যে একটি ফ্ল্যাটের জন্য বকেয়া ১১ হাজার টাকা, অন্যটির রক্ষণাবেক্ষণের খরচ বাবদ বাকি রয়েছে ৯ হাজার টাকা৷ আবাসনের নিয়ম মেনে অর্পিতার দু'টি ফ্ল্যাটের দরজায় বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য নোটিসও লাগানো হয়েছে৷
আরও পড়ুন: পৌঁছল রিজার্ভ ব্যাঙ্কের ট্রাক! রাত গড়িয়ে দুপুর, শেষ হচ্ছে না টাকা গোনা
আবাসিকরা জানাচ্ছেন, ঘন ঘন না হলেও মাঝেমধ্যেই ওই ফ্ল্যাটে আসতেন অর্পিতা৷ তবে আবাসিকদের অভিযোগ, প্রভাব খাটিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ম বহির্ভূত ভাবে গেস্ট হাউজ চালু করার চেষ্টা করেছিলেন অর্পিতা, কিন্তু আবাসিকদের আপত্তিতে সেই চেষ্টা ভেস্তে যায়৷
জানা গিয়েছে, বরানগরে অর্পিতা মুখোপাধ্যায়ের একটি নেল পার্লারও রয়েছে৷ বরানগরের পাশাপাশি দক্ষিণ কলকাতাতেও তাঁর একটি পার্লার রয়েছে বলে খবর৷ তবে এই পার্লারগুলি অর্পিতা তাঁর কর্মীদের দিয়েই মূলত চালাতেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arpita Mukherjee, Partha Chatterjee, SSC