SSC Recruitment Scam:পার্থর ২ দিনের ইডি হেফাজত, নিয়োগ দুর্নীতি মামলায় নির্দেশ দিল আদালত
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
#কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। সোমবার ফের এই মামলা এমপি-এমএলএ কোর্টে উঠবে বলে জানিয়েছেন পার্থের আইনজীবী।
পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি। জানানো হয়, আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করা হয়েছে। প্রথমে তাঁর ১৪ দিনের হেফাজত চান ইডির আইনজীবী। অন্য দিকে, পার্থের আইনজীবী এর বিরোধিতা করেন। তাঁদের দাবি, আদালতে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি ইডি।দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত পার্থকে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2022 5:05 PM IST