Arjun Singh-Dibyendu Adhikari: শান্তিকুঞ্জে পদ্মের ছড়াছড়ি! আজ বিজেপিতে যোগ দিচ্ছেন দিব্যেন্দু অধিকারী, ঘরওয়াপসি অর্জুনের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
‘‘টিকিট চাইনা, কোনও পদও চাইনা। বিজেপির অনুশাসন মেনে একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করব।’’ বললেন, শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু। অর্জুনের কি মিলবে টিকিট?
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: শান্তিকুঞ্জে আজ ফুটতে চলেছে আরও একটি পদ্ম। তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে আজ, শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতরে পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন তমলুকের বিদায়ী সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। বৃহস্পতিবার ভিস্তারার রাত সাড়ে ৮টার একই বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন দিব্যেন্দু অধিকারী ও আরও এক বিদায়ী সাংসদ অর্জুন সিং।
অর্জুন সিং-কে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল। শেষমেষ বৃহস্পতিবার তিনি নিজেই ঘোষণা করেন যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়া দিব্যেন্দু অধিকারীরও বিজেপিতে যোগদান ছিল শুধুই সময়ের অপেক্ষা। তবে আজ দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান পর্ব হলেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে অর্জুন সিংয়ের আজ ঘরওয়াপসি হতে চলেছে দিল্লিতে পদ্মের সদর দফতরে।
advertisement
advertisement

গত লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে জেতায় তাঁর ফুল বদল করে বিজেপি শিবিরে আনুষ্ঠানিক যোগদান পর্বের সঙ্গে সঙ্গে একই সময়ে গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির টিকিটে জেতা অর্জুন সিংয়ের ক্ষেত্রে যোগদান নয়, ঘরওয়াপসি হিসেবেই দেখছে গেরুয়া শিবির। দিব্যেন্দু অধিকারী যেহেতু তৃণমূলের টিকিটে জিতেছিলেন তাই তাঁকে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে আজ যোগদান করাতে চলেছে গেরুয়া শিবির।
advertisement
শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর হাত ধরে গত বিধানসভা নির্বাচনের আগে শান্তিকুঞ্জের বাগানে ফুটেছে জোড়া পদ্ম। কাঁথির শান্তিকুঞ্জের বর্ষীয়ান সদস্য তথা গত লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জেতা কাঁথির সাংসদ শিশির অধিকারী কিংবা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এতদিন বিজেপিতে যোগ দেননি। তবে শিশির অধিকারীকে নিজের জেলায় গত বিধানসভা ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক সভায় একই মঞ্চে দেখা গিয়েছিল। কিন্তু দিব্যেন্দু অধিকারীকে পদ্ম শিবিরের কোনও কর্মসূচিতেই এ যাবৎ দেখা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে শাসকদল এবং সরকারকে নিশানা করে ক্রমাগত তোপ দেগেছেন দিব্যেন্দু।
advertisement
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ে প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে দিব্যেন্দু অধিকারীকে। আজ সেই দিব্যেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন বিজেপিতে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা নরেন্দ্র মোদির এক সভায় শিশির অধিকারীকে দেখা গেলেও তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ না দিলেও আগামী লোকসভা নির্বাচনে যে তিনি বিজেপিকেই সমর্থন করবেন তা স্পষ্ট করেছেন শিশির অধিকারী।
advertisement
দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেও তিনি প্রার্থী বা নেতা নয়, দলের একজন সাধারণ কর্মী হিসেবেই দলীয় অনুশাসন মেনে কাজ করবেন বলে জানিয়েছেন। তবে লোকসভা ভোটের আগে দুই হেভিওয়েটের আজ রাজনৈতিক শিবির বদলকে কেন্দ্র করে জোর শোরগোল পড়ে গেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, বিজেপিতে ঘরওয়াপসি হলেও আদৌ কি ব্যারাকপুর কেন্দ্রে অর্জুনকে প্রার্থী করবে পদ্ম শিবির? এর উত্তর দেবে অবশ্য সময়ই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2024 6:56 AM IST