Anupam Hazra Dilip Ghosh: ‘ঠিকই বলছেন...’ সমর্থন দিলীপের! ফেসবুক লাইভে এমন কী বললেন অনুপম হাজরা?

Last Updated:

Anupam Hazra Dilip Ghosh: ফেসবুক লাইফে মুখ খুললেন বিজেপি নেতা অনুপম হাজরা। প্রতিক্রিয়ায় যা বললেন দিলীপ ঘোষ।

অনুপম হাজরা দিলীপ ঘোষ
অনুপম হাজরা দিলীপ ঘোষ
#কলকাতা: রাজ্যের একের পর এক ভোটে তীব্রভাবে ধরাশায়ী বিজেপি। এমনকি উপ নির্বাচনের ফলাফলে দেখা গেল জেতা আসানসোল উপ-নির্বাচন হাত ছাড়া হয়েছে বিজেপির। এবার এই প্রসঙ্গে ফেসবুক লাইফে মুখ খুললেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। শুধু তাই নয়, ইঙ্গিতে রাজ্য নেতৃত্বকেই দুষলেন অনুপম হাজরা (Anupam Hazra Dilip Ghosh)। বিস্ফোরক মন্তব্যে বললেন, “আমাদের মতো পুরনো কর্মীরা শুধু মার খাওয়া আর জেলে যাওয়ার জন্য।”
রবিবার রাতে ফেসবুক লাইভ করেন অনুপম হাজরা (Anupam Hazra)। সেখানে স্পষ্ট ভাষায় দলের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। বলেন, “বিজেপিকে আমি তিনটে পর্যায়ে ভাগ করেছি। একটা ২০১৯ সালের আগে, সেটা ছিল বিজেপির কঠিন সময়। তখন কেউ ভাবতেই পারত না বিজেপিতে যোগ দেওয়ার কথা। সেই সময় আমাদের মতো কয়েকজন এসেছিল। ২০১৯ এর লোকসভায় ১৮ টি আসন জেতার পর এল বিজেপির সুসময়। সেই সময় প্রচুর সুবিধাবাদী মানুষ এসেছেন। তাঁদের জামাই আদর করা হয়েছে। চার্টার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। ২০২১-এর পর তাঁদের গলায় উল্টো সুর!”
advertisement
advertisement
অনুপম বলেন, “আমার মতো কয়েকজন আছি, যারা দলের খারাপ সময়ে ছিলাম। কিন্তু আচমকা কিছু লোক এসে ক্ষীর খেয়ে চলে গেল। বিধানসভা নির্বাচনের সময় আমরা ছিলাম দর্শক।” অর্থাৎ তাঁর দাবি, দলে নতুনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, পুরনো কর্মীদের কাজেই লাগানো হয়নি। এরপর লাগাতার পদত্যাগ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “দলকে মতামত জানিয়েছিলাম। শোনা হয়নি। রাজ্য বিজেপিতে কথা বলার জায়গাই নেই। তবে পুরনো একনিষ্ঠ কর্মীরা কেন চলে যাচ্ছে, তা দলের দেখা উচিত।” তবে রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ বিক্ষোভ থাকলেও বিজেপির হয়ে কাজ করে যাবেন বলেই সাফ জানিয়েছেন অনুপম।
advertisement
এদিকে অনুপমের মন্তব্যের সমর্থন করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “ঠিকই বলেছেন। উনি কেন্দ্রীয় নেতা, এখানকার নেতাদের পরামর্শ দেওয়া ওনার কাজ। এখানে কী হচ্ছে, সেটাও জানানো উচিৎ কেন্দ্রে। উনি পরামর্শ দিতে পারেন যাতে ঠিকঠাক সিদ্ধান্ত হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anupam Hazra Dilip Ghosh: ‘ঠিকই বলছেন...’ সমর্থন দিলীপের! ফেসবুক লাইভে এমন কী বললেন অনুপম হাজরা?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement