হোম /খবর /কলকাতা /
প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ অনুপম হাজরা, যা বললেন সুকান্ত

এবার কী দলীয় কোন্দল! প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ অনুপম হাজরা, যা বললেন সুকান্ত...

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন "উনি অসুস্থ জানতাম। তাই হয়তো আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।"

  • Share this:

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:  একদিকে যখন দলের প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রণ পেয়েও গরহাজির থাকা নিয়ে রাজনৈতিক তরজা চলছে, ঠিক তখনই অন্যদিকে বঙ্গ বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে এবার আমন্ত্রণ না জানানোর অভিযোগে সরব হলেন দলেরই নেতা অনুপম হাজরা। কার্যত এ ব্যাপারে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে  ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুপম হাজরা  দলীয় নেতার অভিযোগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন "উনি অসুস্থ জানতাম। তাই হয়তো আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।"

দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন  দলের জাতীয় সম্পাদক অনুপম হাজরা। কলকাতায় দলের দুই দিনের প্রশিক্ষণ শিবিরে তাঁকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ প্রাক্তন সাংসদ। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে এই বিষয়ে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন  অনুপম। সূত্রের খবর, প্রশিক্ষণ শিবিরে নেতাদের আমন্ত্রণের দায়িত্ব যাঁদের ওপর ছিল সেই সমস্ত নেতার ওপর বেজায় চটেছেন তিনি। আর সেই কারণেই খোদ নাড্ডার দরবারে নালিশ অনুপম হাজরার।

যদিও বৈদিক ভিলেজে তিন দিনের প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রণ পেয়েও গরহাজির ছিলেন একাধিক নেতা। তা নিয়ে অনুপম বলেন, "ওঁরা কেন আসেননি বলতে পারব না। তবে আমার কাছে কোনও আমন্ত্রণপত্র আসেনি। কেন আসেনি, বাংলায় দলের পদাধিকারীরা সে সম্পর্কে ব্যাখা দিতে পারবেন।" সেই ব্যাখ্যা  প্রসঙ্গেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, উনি অসুস্থ জানতাম। বিস্তারিত খোঁজ নিয়ে দেখব।

আরও পড়ুন: 'ক্ষমতা থাকলে ওই বিষয়ে হলফনামা দিন দেখি', বিকাশকে বেনজির আক্রমণ মমতার!

আরও পড়ুন- চিন্তন শিবিরে আমন্ত্রণ না পেয়ে নাড্ডার দ্বারস্থ হচ্ছেন অনুপম

 উল্লেখ্য, তিন দিনের প্রশিক্ষণ শিবিরে দলীয় তিন মন্ত্রী সহ অনেকেই গরহাজির থাকায় দলের অন্দরেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। দিল্লির নেতারা বার বার বঙ্গ বিজেপির নেতৃত্বকে এক হয়ে চলার বার্তা দিলেও বঙ্গ বিজেপি আছে বঙ্গ বিজেপিতেই। প্রশিক্ষণ শিবির উপলক্ষে এ রাজ্যে এসে ফের আরও একবার বঙ্গ বিজেপিকে ঐক্যের বার্তা দিলেন  কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষও। আর ঠিক তখনই নাড্ডার দরবারে অনুপমের নালিশ গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে এলো। ছবিটা বদলাবে কবে ? প্রশ্ন গেরুয়া শিবিরের একাংশের মনে।
Published by:Rachana Majumder
First published:

Tags: Anupam Hazra, BJP, Sukanta Majumdar