চিন্তন শিবিরে আমন্ত্রণ না পেয়ে নাড্ডার দ্বারস্থ হচ্ছেন অনুপম

Last Updated:

কলকাতায় দলের দুই দিনের চিন্তন শিবিরে তাঁকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ প্রাক্তন সাংসদ

#নয়াদিল্লি: দলের শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে কার্যত বোমা ফাটাতে চলেছেন দলের জাতীয় সম্পাদক অনুপম হাজরা। কলকাতায় দলের দুই দিনের চিন্তন শিবিরে তাঁকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ প্রাক্তন সাংসদ। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে এই বিষয়ে অভিযোগ জানাতে চলেছেন অনুপম হাজরা। সূত্রের খবর, চিন্তন শিবিরে নেতাদের আমন্ত্রণের দায়িত্ব যাঁদের ওপর ছিল সেই সমস্ত নেতার ওপর বেজায় চটেছেন তিনি। আর সেই কারণেই খোদ নাড্ডার দরবারে নালিশ জানাতে চলেছেন অনুপম হাজরা।
এলাহি আয়োজন বললেও কম বলা হয়৷ রাজারহাটের পাঁচ তারা রিসর্টে রাজ্য বিজেপি-র চিন্তন শিবিরের রাজকীয় আয়োজনের বিবরণে অন্তত সেরকমটাই মনে হতে বাধ্য৷ বিজেপি নেতাদের থাকা, খাওয়ার জন্য রীতিমতো বিলাসবহুল আয়োজন করা হয়। গতকাল থেকে শুরু হয়েছে বিজেপি-র চিন্তন শিবির৷ জানা গিয়েছে, সকালে রিসর্টে প্রবেশের পর ওয়েলকাম ড্রিংক হিসেবে বিজেপি নেতাদের দেওয়া হয় সরবৎ৷ এর সঙ্গে ছিল দই বড়া৷ দুপুরে লাঞ্চের মেনুর তালিকাও ছিল দীর্ঘ৷ মধ্যাহ্নভোজের মেনুতে ছিল দেরাহদুন চালের ভাত, শুক্তো, ডাল ফ্রাই, আলু ফ্রাই, বেগুন ভর্তা, রুই কারি, দই কাতলা, চিকেন মশালা কারি,গ্রিন স্যালাড, ৩ রকমের ফ্রুট জুস৷
advertisement
যদিও আমন্ত্রণ পেয়েও গড়হাজির ছিলেন একাধিক নেতা। তা নিয়ে অনুপম বলেন, "আমার কাছে কোনও আমন্ত্রণপত্র আসেনি। কেন আসেনি, বাংলায় দলের পদাধিকারীরা সে সম্পর্কে ব্যাখা দিতে পারবেন। যিনি আমন্ত্রণের দায়িত্বে ছিলেন, তিনিই এ বিষয়ে বিস্তারিত ব্যাখা দিতে পারবেন। আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি বিষয়টি টিভিতে দেখলাম।" তিনি আরও বলেন,  "দলে ক্ষোভ-বিক্ষোভ নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে। আমার মনে যা ছিল, আমি সময়ে সময়ে জানিয়েছি। বাকিরা প্রকাশ করবেন, না মনে রখে দেবেন, সেটা তাঁদের ব্যাপার।" আমন্ত্রণ পাওয়ার পরেও কেন সেই সমস্ত নেতারা উপস্থিত হননি, তা দেখা উচিত বলে মনে করেন অনুপম হাজরা।
advertisement
advertisement
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে নেতাদের অবাধে দলে যোগদান করানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। অনুপমের মতে, তৃণমূলের দাগী, দুর্নীতিগ্রস্ত নেতাদের দলে নেওয়া হয়েছে। তাঁর মতে, ভবিষ্যতে যাঁদের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই, তাঁদের জন্যই একমাত্র দলের দরজা খোলা উচিত।
RAJIB CHAKRABORTY
বাংলা খবর/ খবর/দেশ/
চিন্তন শিবিরে আমন্ত্রণ না পেয়ে নাড্ডার দ্বারস্থ হচ্ছেন অনুপম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement