'ক্ষমতা থাকলে ওই বিষয়ে হলফনামা দিন দেখি', বিকাশকে বেনজির আক্রমণ মমতার!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বুধবার ফের একবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বার্থ সার্টিফিকেট ইস্যুতে বেনজির আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন মেয়র ছিলেন, তখন কলকাতা পুরসভায় বার্থ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি হয়েছিল। এবং সে ফাইল তাঁর কাছে আছে। ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকেও বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তীব্র আক্রমণ করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের একবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বার্থ সার্টিফিকেট ইস্যুতে বেনজির আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সিপিআইএম, বিজেপি, কংগ্রেস থেকে অনেকে দলে এসেছে আমাদের। বিকাশ বাবুকে বলুন না হাইকোর্টে আমাদের চোর না বলে বার্থ সার্টিফিকেট নিয়ে একটা হলফনামা দিতে। উনি যখন মেয়র ছিলেন ৪-৫ দিন জল থাকত।' রাজ্যসভার সাংসদ তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জনের আমলেও যে দুর্নীতি হয়েছে তা বোঝাতে গিয়ে একুশের মঞ্চ থেকেও মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: গোড়ায় গলদ, ২০১১ থেকে প্রাথমিকের সব চাকরি খতিয়ে দেখবে ইডি! তোলপাড় বাংলা
বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে ফের একবার বিরোধীদের লাগাতার সমালোচনার বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের কটাক্ষের উত্তরে পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিলেন নিজের জন্য সরকারি তহবিল থেকে গত ১২ বছরে একটি টাকাও নেননি তিনি। এই ক'-বছরে মুখ্যমন্ত্রীর উপার্জনস্বরূপ সরকারি হিসেবে অন্তত ৫ থেকে ৬ কোটি টাকা তাঁর প্রাপ্য হলেও তিনি যে তার কানাকড়িও নেন না সেকথা স্পষ্ট জানিয়ে দেন মমতা।
advertisement
advertisement
আরও পড়ুন: পরীক্ষায় কম নম্বর দেওয়ায় শিক্ষককে গাছে বেঁধে বেধড়ক মারল ছাত্ররা, অভাবনীয় কাণ্ড!
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ দিন পরিকাঠামো, শিল্প এবং চাকরি নিয়ে ক্যাবিনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল৷ সেই বৈঠকের সদস্য রাজ্যের মুখ্যসচিব, ভূমি রাজস্ব সচিব সহ একাধিক মন্ত্রী৷ সেই বৈঠকেই তিনি রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 6:31 PM IST