আজই হাইকোর্টে হাজিরার নির্দেশ অনুব্রত-কন্যাকে, অঙ্কিতার পরিণতি হবে সুকন্যারও?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার সুকন্যাকে সশরীরে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। (Anubrata Mondals daughter Sukanya Mondal)
#কলকাতা: স্কুলে বেআইনি নিয়োগের জেরে কলকাতা হাইকোর্টে নির্দেশে চাকরি খোয়াতে হয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে। এবার ফের একবার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে নাম জড়াল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের। বৃহস্পতিবার সুকন্যাকে সশরীরে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
একদিকে বাবা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ। তিনি আপাতত সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে হেফাজতে। আর মেয়ে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষিকার চাকরিতে অনিয়মের অভিযোগ। এনিয়ে হাইকোর্টে মামলাও হয়েছে। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় কলকাতার দিকে গাড়িতে রওনা হয়েছেন অনুব্রত-কন্যা। প্রশ্ন উঠছে তবে কি বৃহস্পতিবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল হাইকোর্টে হাজিরা দেবেন?
advertisement
advertisement
বুধবার বিস্ফোরক অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টে। আইনজীবী ফিরদৌস শামিমের করা অভিযোগের ভিত্তিতে আদালতে উঠে আসে ছ'টি নাম। শুধুমাত্র সুকন্যা মণ্ডল নন, অভিযোগ তাঁর সঙ্গে অনুব্রতর আরও ঘনিষ্ঠ ছ'জনও চাকরি পেয়েছিলেন অনুব্রতর প্রভাবে। আর এই ছ'জনকেই আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তালিকায় রয়েছে কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল। রয়েছেন তাঁর পার্সোনাল অ্যাসিস্টেন্ট অর্ক দত্ত। রয়েছে অনুব্রত ভাই সুমিত মণ্ডলের নামও। এ ছাড়া তালিকায় রয়েছেন অনুব্রতর ভাইপো সাত্যকি মণ্ডলও। এ ছাড়া তালিকায় রয়েছে ঘনিষ্ঠ দু’জনের নাম। সুজিত বাগদি ও কস্তুরি চৌধুরী নামে ঘনিষ্ঠ দু’জনের নামও।
advertisement
আরও পড়ুন: দুর্নীতির তদন্ত চলছিল, আত্মঘাতী প্রাক্তন প্রধান শিক্ষকের 'পেনশন' প্রসঙ্গে মুখ খুললেন ব্রাত্য বসু
এর আগে এএসএসি মামলায় এর আগে নাম জড়িয়েছিল প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর নাম। তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী বেআইনি ভাবে চাকরি পেয়েছেন, এই অভিযোগে তুলকালাম শুরু হয়েছিল রাজ্যজুড়ে। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে চাকরি যায় পরেশ কন্যা অঙ্কিতার। তাঁকে একটি নির্দিষ্ট সময়ের জরিমানাও করা হয়। অর্থাৎ বেতন ফেরত দিতে বলা হয়। সুকন্যারও কি একই পরিণতি হতে চলেছে, প্রশ্ন উঠছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2022 8:03 AM IST