Anubrata Mondal suffers mild heart failure: অনুব্রতর 'মাইল্ড হার্ট অ্যাটাক', জানালেন চিকিৎসক! সিবিআই-কে চিঠি দিলেন তৃণমূল নেতা

Last Updated:

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, এ দিন সকাল থেকেই শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করছিলেন তৃণমূল নেতা৷

অনুব্রতর কায়দাতেই হুঁশিয়ারি তৃণমূল নেতার৷
অনুব্রতর কায়দাতেই হুঁশিয়ারি তৃণমূল নেতার৷
#কলকাতা: গুরুতর হৃদরোগের সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের৷ তৃণমূল নেতাকে পরীক্ষা করার পর এমনই মনে করছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা৷ ফলে আপাতত অনুব্রতকে যে হাসপাতালেই ভর্তি রাখা হবে, তা স্পষ্ট৷ এ দিনই অনুব্রত মণ্ডলের দুই আইনজীবী নিজাম প্যালেসে গিয়ে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে জানিয়েছেন, চাইলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এসএসকেএম হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন৷ তাঁর 'মাইল্ড হার্ট অ্যাটাক' হয়েছে বলে জানান এসএসকেএম হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল৷
এ দিনই নিজাম প্যালেসে গিয়ে সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের৷ কিন্তু সকালে চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে সরাসরি এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত৷ সেখানে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম সহ একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়৷ হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের নেতৃত্বে গঠিত হয় আট সদস্যের মেডিক্যাল বোর্ড৷ এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি৷
advertisement
advertisement
এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, এ দিন সকাল থেকেই শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করছিলেন তৃণমূল নেতা৷ পরীক্ষার প্রাথমিক রিপোর্টে দেখা যায়, অনুব্রত মণ্ডলের হৃদযন্ত্রে গুরুতর সমস্যা রয়েছে৷ চিকিৎসক সরোজ মণ্ডল জানিয়েছেন, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তৃণমূল নেতার৷ সেই কারণেই বুকে ব্যথা অনুভব করেন তিনি৷
advertisement
আগে থেকে অনুব্রত মণ্ডলের স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা ছিল৷ উচ্চ রক্তচাপেও ভোগেন তিনি৷ এই পরিস্থিতিতে তাঁর আরও বেশ কিছু পরীক্ষা করা দরকার বলেও মনে করছেন চিকিৎসকরা৷ এর পাশাপাশি অনুব্রত মণ্ডলের প্রস্টেটেরও সমস্যা রয়েছে, তার জন্য ইউরিন কালচার পরীক্ষাও করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর৷
advertisement
অনুব্রত মণ্ডলের দুই আইনজীবী এ দিন নিজাম প্যালেসে গিয়ে সিবিআই আধিকারিকদের হাতে একটি চিঠি তুলে দেন৷ অনুব্রত মণ্ডলের শারীরিক সমস্যা তুলে ধরে জানানো হয়, তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত৷ ফলে চাইলে সিবিআই আধিকারিকরা চিকিৎসকদের অনুমতি নিয়ে হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে পারে৷
অনুূব্রত মণ্ডলের অন্যতম আইনজীবী অনির্বান গুহ ঠাকুরতা নিজাম প্যালেস থেকে বেরনোর সময় বলেন, 'এমন একটি মামলায় তাঁকে জড়ানো হচ্ছে যার সঙ্গে ওনার কোনও সম্পর্ক নেই৷ সঠিক তদন্ত হলেই সেকথা প্রমাণিত হবে৷ তবু অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করতে তৈরি, চিঠি দিয়ে সেকথাই জানানো হয়েছে সিবিআই-কে৷'
advertisement
সহকারী প্রতিবেদন- ওঙ্কার সরকার
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal suffers mild heart failure: অনুব্রতর 'মাইল্ড হার্ট অ্যাটাক', জানালেন চিকিৎসক! সিবিআই-কে চিঠি দিলেন তৃণমূল নেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement