Anubrata Mondal News: কী দুরবস্থা অনুব্রত মণ্ডলের! জেল থেকে বারবার ছুটতে হচ্ছে, কিন্তু কোথায়? জানলে চমকে উঠবেন

Last Updated:

Anubrata Mondal News: কয়েকদিন আগে মেয়ে সুকন্যাকে দেখে হাউহাউ করে কেঁদে ফেলেছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডলের দুঃসময়!
অনুব্রত মণ্ডলের দুঃসময়!
নয়াদিল্লি: মঙ্গলবার জিবি পন্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। বীরভূমের তৃণমূল সভাপতি বারবার আদালতে জানিয়েছিলেন, শরীর আগের থেকেও খারাপ হচ্ছে। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হাঁটতে পারছেন না, হার্টে ৭২ ও ৭৫ শতাংশ ব্লকেজ, লিভার খারাপ, দু’বেলা ইনসুলিন নিতে হচ্ছে।
শুধু তাই নয়, অনুব্রতর অভিযোগ ছিল, খাওয়াও ঠিক করে হচ্ছে না। একটু ডাল বা তরকারি দিয়ে একটা বা দেড়টা রুটি খাচ্ছেন কোনওমতে। জেল হাসপাতালের বাইরে ডাক্তার দেখানোর অনুরোধও করা হয়েছিল কেষ্ট মণ্ডলের তরফে। অনুব্রতর আর্জি মেনেই হাসপাতালে তাঁর বিভিন্ন পরীক্ষা করা হয়। এর আগে এইমস ও সফদরজং হাসপাতালেও দেখানো হয়েছে অনুব্রতকে।z
advertisement
advertisement
কয়েকদিন আগে মেয়ে সুকন্যাকে দেখে হাউহাউ করে কেঁদে ফেলেছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। মেয়ে গ্রেফতার হয়ে জেলে আছেন, এটা বাবা হয়ে কিছুতেই মেনে নিতে পারছেন না অনুব্রত মণ্ডল। সেই মানসিক চাপের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি।
advertisement
এই পরিস্থিতিতে তাঁর আইনজীবী আর্জি জানান জেল কর্তৃপক্ষকে। সেই আর্জি মেনে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার জিবি পন্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলের শরীর আগের থেকেও খারাপ হচ্ছে বলে খবর। তিহাড় জেলে মেয়ের সঙ্গে দু’‌দিন আগে আধ ঘণ্টা কথাও হয়েছে অনুব্রত মণ্ডলের। তারপর থেকেই তিনি আরও ভেঙে পড়েছেন বলে জেল সূত্রে খবর। এবার অসুস্থতা নিয়ে বারবার হাসপাতালে ছুটতে হচ্ছে তাঁকে। জেল সূত্রে খবর, আসলে অনুব্রত মণ্ডল মেয়ের জেলে থাকা মেনে নিতে পারছেন না। তাই খাওয়াদাওয়াও ছেড়ে দিয়েছেন তিনি। অথচ অসুখের জন্য ওষুধ খাচ্ছেন। সেই মতো খাবার শরীরে না গেলে দুর্বলতা আসবেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal News: কী দুরবস্থা অনুব্রত মণ্ডলের! জেল থেকে বারবার ছুটতে হচ্ছে, কিন্তু কোথায়? জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement