Tmc Leader Scam: শান্তনু, কুন্তল অতীত, ইডির সব নজরে এখন এই যুবনেতা! কাণ্ড শুনে মাথায় হাত
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Tmc Leader Scam: ইডির চার্জশিটে রাহুলেরও নাম রয়েছে বলে জানা যায়। এমনকি জেরাতেও নাকি এই রাহুলের কথা স্বীকার করে নিয়েছে শান্তনু।
হুগলি: নিয়োগ দুর্নীতির তদন্তের চার্জশিটে নয়া নাম। শান্তনু, কুন্তলের পর এই প্রথম নিয়োগ দুর্নীতির তালিকায় নাম জড়ালো আরও এক যুবনেতার। হুগলির বলাগড়ের তৃণমূল যুবনেতা রাহুলদেব ঘোষ। সূত্রের খবর, রাহুল নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন যুবনেতা শান্তনু বন্দ্যাোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। ইডির চার্জশিটে রাহুলেরও নাম রয়েছে বলে জানা যায়। এমনকি জেরাতেও নাকি এই রাহুলের কথা স্বীকার করে নিয়েছে শান্তনু।
রাহুলের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?
২০১৪ সালে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছিলেন রাহুল। চাকরির জন্য শান্তনুকে মোটা অঙ্কের টাকা দিয়ে চাকরি কিনেছিলেন রাহুল। রাহুলও বলাগড়ের তৃণমূলের যুবনেতা হিসাবে পরিচিত ছিল। সূত্রের খবর, একসঙ্গে দলে কাজ করা থেকে পরিচয় তাঁদের। তারপর থেকে শান্তনুর সঙ্গে যোগাযোগ বাড়ে রাহুলের।
advertisement
advertisement
এরপরেই ২০১৪ সালে অনৈতিকভাবে টাকা দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে শিক্ষক পদে চাকরি পেয়েছিলেন রাহুল। শুধুমাত্র রাহুলই নয়, রাহুলের মতো আর কারা টাকা দিয়ে শান্তনুর কাছ থেকে চাকরি নিয়েছিল, সেদিকটাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এই বিষয়ে রাহুলের বক্তব্য, তিনি কিভাবে চাকরি পেয়েছিলেন কেনই বা তার চাকরি বর্তমানে নেই আর সেই সমস্ত আদালতের বিচারাধীন বিষয় তাই জন্য সেই বিষয়ে তিনি কিছু বলবেন না। শান্তনুর সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্কে তিনি জানান, তারা দুজনেই একই দল করতেন এবং একই ব্লকের লোক সেই থেকে শান্তনু সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে যদি তাকে নিজাম প্যালেসে ডাক করা হয় তিনি নিশ্চয়ই তার হাজিরা দিতে যাবেন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 5:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tmc Leader Scam: শান্তনু, কুন্তল অতীত, ইডির সব নজরে এখন এই যুবনেতা! কাণ্ড শুনে মাথায় হাত