কলকাতা: কয়লা পাচার মামলায় ফের তলব করা হল অনুপ মাঝি ওরফে লালাকে। বুধবার ডাকা হয়েছে সিবিআই দফতরে। গত শনিবার লালার বয়ান রেকর্ড করেছে সিবিআই। গত সপ্তাহে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে ইসিএলের এক কর্তা ও সিআইএসএফের এক ইন্সপেক্টর। মূলত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রোটেকশন মানি অর্থাৎ কয়লা পাচারে সাহায্য করে আর্থিক ভাবে লাভবান হয়েছেন তারা। মূলত লালা তার সহযোগীদের মারফত পৌঁছে দিতেন টাকা।
কয়লা পাচার মামলায় গত পরশুই সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন অনুপ মাজি ওরফে লালা। ইতিমধ্যে সিবিআই হেফাজতে আছে বিকাশ মিশ্র, ইসিএলের ডিরেক্টর টেকনিক্যাল অপারেশন ও এক সিআইএসএফের ইন্সপেক্টর। প্রোটেকশন মানি অর্থাৎ কয়লা পাচার মামলায় অনুপ মাজিদের সাহায্য করে বিকাশ সহ বাকিরা কত টাকা নিয়েছেন, কী ভাবে টাকার লেনদেন হত এবং কাদের কাছে টাকা পৌঁছেছে জানতেই লালার মুখোমুখি বসিয়ে বিকাশদের জেরা করবে সিবিআই।
আরও পড়ুন: রাত তিনটে, পুলিশ দেখে গাড়ি ফেলে দৌড় ওদের! গাড়ির ভিতরে যা মিলল, সর্বনাশ!
কয়লা পাচার মামলার তদন্তে ফের নয়া মোড়। এই মামলার অন্যতম অভিযুক্ত জামিনে মুক্ত থাকা বিকাশ মিশ্র ফের গ্রেফতার করেছে সিবিআই। তাঁকে ৪ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। শুক্রবার সিবিআইয়ের এই আবেদনে সাড়া দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বিচারক বিকাশ মিশ্রের ৪ দিনের হেফাজত মঞ্জু করেছেন। এরপর পঞ্চম দিনে কী হবে, তা নির্ভর করছে আদালতের নির্দেশের উপর।
আরও পড়ুন: অভিনব ব্যাঙ্ক জালিয়াতি! যা ঘটল শিক্ষকের সঙ্গে, সতর্ক না হলেও সর্বস্ব খোয়াতে হবে
এর আগে কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে ব্যবসায়ী বিকাশ মিশ্রর নাম উঠে এসেছিল। তাঁকে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘদিন আসানসোলে সংশোধনাগারে ছিলেন বিকাশ। অভিযোগ, কয়লা পাচারের মাস্টারমাইন্ড বিকাশ মিশ্র। অনুপ মাজি তথা লালা ব্যবসার জন্য বিকাশের সাহায্য নিত বলে অভিযোগ। সিবিআই এই মামলার তদন্তভার নেওয়ার পর বিকাশ মিশ্রকে গ্রেফতার করা হয়। গত বছরের মাঝামাঝি সময়ে বিকাশ মিশ্র হাই কোর্ট থেকে জামিন পেয়ে যান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Coal Scam, West Bengal news