Bangla News: অভিনব ব্যাঙ্ক জালিয়াতি! যা ঘটল শিক্ষকের সঙ্গে, সতর্ক না হলেও সর্বস্ব খোয়াতে হবে
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Bangla News: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুজিত বেরার ইমেলে আসা একটি মেল থেকে জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে পরপর তোলা হয়েছে টাকা।
বেলদা: জালিয়াতের ঘটনা নতুন কিছু নয়, তবে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা দিন দিন বাড়ছে। ফের ব্যাংক জালিয়াতির শিকার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রায় বেশ কয়েক হাজার টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুজিত বেরার ইমেলে আসা একটি মেল থেকে জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে পরপর তোলা হয়েছে টাকা। তবে কে বা কারা এই টাকাটা তুলেছে তা স্পষ্ট নয়। খোঁজ নিয়ে ওই শিক্ষক জানতে পারেন, কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে আধার বায়োমেট্রিকের মাধ্যমে তোলা হয়েছে টাকা। শিক্ষকের বক্তব্য অ্যাকাউন্টে প্রায় ১৫ হাজার টাকা ছিল। তবে বেশ কয়েকটা দফায় টাকা তোলা হয়েছে অ্যাকাউন্ট থেকে।
advertisement
advertisement
প্রসঙ্গত এর আগেও বেলদা, মেদিনীপুর, খড়্গপুরে বিভিন্ন জায়গায় ব্যাংক জালিয়াতির মত ঘটনা ঘটেছে। কখনো ফোনে ওটিপি চেয়ে পাঠানো, আবার কখনো ফোনে নানা লিঙ্ক এর মধ্য দিয়ে দফায় দফায় জালিয়াতি করে তোলা হয়েছে টাকা। তবে এবারে কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে আধার বায়োমেট্রিকের মধ্য দিয়ে টাকা তুলে নেয়া হচ্ছে। তবে কি সর্ষের মধ্যেই ভূত? সে প্রশ্ন এখন গ্রাহকদের মনে।
advertisement
বর্তমানে ব্যাঙ্কে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় থাকা কাস্টমার সার্ভিস পয়েন্টে টাকা লেনদেন করেন গ্রাহকেরা। তবে শিক্ষকের বক্তব্য অনুযায়ী কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে টাকা তোলা হয়েছে, শুধু টাকা তোলা নয় দিনের পর দিন অ্যাকাউন্ট চেক করছেন কাস্টমার সার্ভিস পয়েন্ট বা csp। ইতিমধ্যেই বেলদা থানার মারফত সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক। তবে আদৌ কি ফিরে পাবেন তার এই খোয়া যাওয়া টাকা। এই জাল আর কতদূর বিস্তৃত সে প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের।
advertisement
—–Ranjan Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 11:36 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: অভিনব ব্যাঙ্ক জালিয়াতি! যা ঘটল শিক্ষকের সঙ্গে, সতর্ক না হলেও সর্বস্ব খোয়াতে হবে






