Mamata Banerjee: নবান্নে ঢুকেই বিরাট চমকে দিলেন মমতা! এমন সারপ্রাইজ দিলেন, শুরু তুমুল তৎপরতা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: অর্থ সচিবের ঘরে গিয়েও উপস্থিতির হার কেমন, তা জানতে চান মুখ্যমন্ত্রী। উপস্থিতি নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ সচিবকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর।
কলকাতা: নবান্নে পৌঁছে হঠাৎ দফতর পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হঠাৎ ভূমি সংস্কার দফতর পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। দফতরের সব কর্মী সঠিক সময় হাজির হচ্ছেন? ভূমি সংস্কার দফতরে সারপ্রাইজ ভিজিটে গিয়ে সচিবকে এমনই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে এমনই খবর।
অর্থ সচিবের ঘরে গিয়েও উপস্থিতির হার কেমন, তা জানতে চান মুখ্যমন্ত্রী। উপস্থিতি নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ সচিবকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্র দফতর পরিদর্শন করেছিলেন। সেই সময় স্বরাষ্ট্র দফতরে কেন ফাইল পড়ে রয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। শুধু তাই নয়, গত সোমবারও সাংবাদিক সম্মেলন করে কো-অর্ডিনেশন কমিটির দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর এদিন হঠাৎ দুই দফতর পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্য সরকারি চাকরি ‘ম্যানিপুলেট’ হয় আলিমুদ্দিন থেকে, সোমবারই নবান্নে এক সাংবাদিক বৈঠকে ডিএ আন্দলোনকারীদের আক্রমণ করে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিডিও থেকে জয়েন্ট সেক্রেটারি, ঠিক হয় আলিমুদ্দিনেই।
advertisement
মমতা বলেন, ”আমি সরকারি কর্মচারীদের সম্মান করি। সিপিএম হঠাৎ করে গ্যাস বেলুনে, ক্যাশ বেলুনে ভাবছে ব্যাঙের মা হয়ে গেছে। অহঙ্কার, ঔদ্ধত্য আজও লজ্জা নেই। ২০০০ সালের কাগজ খুঁজুন, ১৯৮০ সালের কাগজ খুঁজুন পাবেন না একটাও। এখনো PSC থেকে শুরু করে সব জায়গায় শুধু কো-অর্ডিনেশন কমিটির লোকেরা বসে আছে। আমাদের ছেলেপেলেদের চাকরি হচ্ছে না। যত চাকরি ওরা আলিমুদ্দিন স্ট্রিট থেকে ম্যানিপুলেট করে। আজও সেই ট্র্যাডিশন চলছে কারণ আমি কাউকে চাকরি থেকে বরখাস্ত করিনি।” সেই নিশানার পর এদিন মমতার দুই দফতর পরিদর্শন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengall
First Published :
May 17, 2023 1:07 PM IST