Anubrata Mondal News: বাবার মতো পরিস্থিতি মেয়েরও, সুকন্যার জন্য এল আরও খারাপ সময়! দুশ্চিন্তায় অনুব্রতও

Last Updated:

Anubrata Mondal News: গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন আগেই। তারপর থেকে বাবার পাশেই তিহাড় জেলে ঠাঁই পেয়েছেন সুকন্যা মণ্ডলও।

দুজনের ঠিকানাই তিহাড়
দুজনের ঠিকানাই তিহাড়
কলকাতা: অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল ও তাঁদের হিসাবরক্ষক মণীশ কোঠারির জেল হেফাজতের মেয়াদ ১২ জুলাই পর্যন্ত বাড়াল রউজ অ্যাভিনিউ আদালত। সুকন্যার জামিনের আবেদনের শুনানি ২৬ মে। আগেই অনুব্রত মণ্ডল ও অন্যান্যদের ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছে আদালত।
গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন আগেই। তারপর থেকে বাবার পাশেই তিহাড় জেলে ঠাঁই পেয়েছেন সুকন্যা মণ্ডলও। এর আগে সুকন্যাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির রউজ অ্যাভিনিউ কোর্ট। তাঁকেও তিহাড় জেলে নিয়ে হয়। এরপর আদালতের কাছে আবেদন করে জেলেই মেয়ের সঙ্গে দেখা করেন বাবা অনুব্রত মণ্ডল।
advertisement
advertisement
গরুপাচার মামলায় বাবার পর এখন জেলে থাকতে হচ্ছে মেয়েকেও। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির রউজ অ্যাভিনিউ কোর্ট। গ্রেফতার হওয়ার পর ইডি হেফাজতেও ছিলেন সুকন্যা। এই বিষয়ে বিশদে জানতে সুকন্যাকে আরও জেরা করা প্রয়োজন বলেও আদালতে জানিয়েছে ইডি। সেই কারণে তাঁকে নিজেদের হেফাজতে না চাইলেও, জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে।
advertisement
যদিও গরুপাচারে তিনি কোনও ভাবেই যুক্ত নন বলে আগাগোড়া দাবি করে আসছেন সুকন্যা। ইডি-র জেরায় একদিন আগে তিনি কান্নায় ভেঙে পড়েন বলেও খবর। ইডি সূত্রে জানা গিয়েছে, জেরায় সুকন্যা জানান, তিনি কোনও অপরাধ করেননি। ব্যবসা সংক্রান্ত কোনও তথ্য তাঁর কাছে নেই। শুধু তাই নয়, ইডি সূত্রে খবর, বান্ধবীর শরীর খারাপ বলে জানান সুকন্যা। ফোনে বান্ধবীর সঙ্গে কথা বলতে চান। কথা বলতে চান তিহাড়ে বন্দি বাবার সঙ্গেও। যদিও অনুব্রত-কন্যাকে ইডি-র তদন্তকারীরা জানান, তাঁদের হেফাজতে থাকাকালীন দেখা করা সম্ভব নয়। তবে, শেষমেশ দেখা হয় বাবা-মেয়ের। যদিও জেলেই থাকতে হচ্ছে দুজনকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal News: বাবার মতো পরিস্থিতি মেয়েরও, সুকন্যার জন্য এল আরও খারাপ সময়! দুশ্চিন্তায় অনুব্রতও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement