Anubrata Mondal News: ব্যাঙ্ককর্মীর দেওয়া একটা তথ্য, তাতেই সুকন্যার সব রহস্য ফাঁস! বিরাট ভূমিকায় থাকতেন ড্রাইভার
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Anubrata Mondal News: ইডি-র দাবি, অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যদের মোট কুড়ি কোটি টাকা জমা পড়েছিল ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত।
কলকাতা: গরু পাচার কাণ্ডে গত অগাস্টে গ্রেফতার করা হয়েছে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সেই তদন্তে বুধবার গ্রেফতার হয়েছেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। এই দুর্নীতির তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র হাতে। ইডি-র দাবি, অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যদের মোট কুড়ি কোটি টাকা জমা পড়েছিল ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত।
ইডির পক্ষ থেকে সুব্রত বিশ্বাস নামে এক ব্যাঙ্ককর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছিল বিভিন্ন সময় অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে টাকা নিয়ে গিয়েছিলেন। বেশিরভাগ ক্ষেত্রে চালকের হাত থেকেই টাকা পাঠাতেন। ৬ কোটি টাকা পাঠিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে জমা করতে বলা হয়েছিল। সেগুলির মধ্যে ছিল একাধিক রাইস মিল এবং একাধিক কোম্পানির নামে অ্যাকাউন্ট।
advertisement
advertisement
আরও পড়ুন: ২০১৪ থেকে 'খেলা' শুরু, অনুব্রত কন্যার গোপন-প্রাপ্তি! তাজ্জব ইডি, আকাশ থেকে পড়ার জোগাড়
ওই জমা করা টাকা থেকেই সুকন্যা মণ্ডলের নামে তিন কোটি টাকা এফডি করা হয়েছিল। অনুব্রত-কন্যার নামে ২৬টি সম্পত্তি কেনা হয়েছিল, সেই সমস্ত সম্পত্তি ইডির নজরে আগে থেকেই ছিল। একাধিক সম্পত্তি কেনা হয়েছিল ভোলে বোম রাইস মিলের নামেও। এত টাকা কোথা থেকে এল, তার কোনও সদুত্তর জিজ্ঞাসাবাদ পর্বে সুকন্যা দিতে পারেননি বলে দাবি ইডি-র। এরপরই গ্রেফতার করা হয় সুকন্যা মণ্ডলকে।
advertisement
আরও পড়ুন: মালদহের স্কুলে বন্দুকবাজের তাণ্ডবে দিল্লির 'চক্রান্ত'! গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির ৮ মাসের মাথায় গ্রেফতার করা হল অনুব্রত-কন্য়াকে সুকন্যা মন্ডলকে। তিনি নানা ভাবে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-কে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এদিকে অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে জেরা করে সুকন্যা সম্পর্কে নানা তথ্য় পাওয়া গিয়েছিল। ইডি সূত্রে খবর, গরু পাচার মামলার টাকায় বহু জমি কিনেছিলেন অনুব্রত। সেই হিসেব দেখলে হাঁ হয়ে যেতে হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 11:32 AM IST