Anubrata Mondal: এবার সামনাসামনি...ভাইরাল অডিও কাণ্ডের পরে প্রথমবার! অনুব্রত মণ্ডলকে নিয়ে আলাদা বৈঠকে কী কথা হল...

Last Updated:

জানা গিয়েছে, ভাইরাল অডিও কাণ্ডের পরে প্রথমবার। শনিবার দলের শীর্ষ নেতৃত্বর মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। বৈঠকে বীরভূমের সাংগঠনিক দায়িত্বে থাকা কোর কমিটিকে ডাকা হয়েছিল ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে। সুব্রত বক্সির ভবানীপুরের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে বীরভূমের কোর কমিটির সদস্য হিসাবে হাজির ছিলেন অনুব্রত।

News18
News18
কলকাতা: ‘প্রকাশ্যে এত মন্তব্য কেন?’ অডিও কাণ্ডের পরে প্রথম প্রকাশ্যে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল৷ আর সেখানেই নেতৃত্বের কাছে খেলেন তুমুল বকা৷ সূত্রের খবর, এদিন কাজল শেখ আর অনুব্রত মণ্ডলকে নিয়ে আলাদা করে বৈঠক করেন নেতৃত্ব৷ প্রায় ২০ মিনিট ধরে চলে সেই পৃথক বৈঠক৷
জানা গিয়েছে, ভাইরাল অডিও কাণ্ডের পরে প্রথমবার। শনিবার দলের শীর্ষ নেতৃত্বর মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। বৈঠকে বীরভূমের সাংগঠনিক দায়িত্বে থাকা কোর কমিটিকে ডাকা হয়েছিল ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে। সুব্রত বক্সির ভবানীপুরের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে বীরভূমের কোর কমিটির সদস্য হিসাবে হাজির ছিলেন অনুব্রত।
advertisement
advertisement
বৈঠকে কাজল এবং অনুব্রতের সঙ্গে আলাদা করে কথা বলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ রাখা হয়েছিল আশিস বন্দ্যোপাধ্যায়কেও৷ প্রায় ২০ মিনিট ধরে চলে সেই বৈঠক৷
জানা গিয়েছে, অনুব্রতকে বলা হয়েছে, ‘‘দল অনেক ভেবে চিন্তে চলে। ভাবনা চিন্তা করেই কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে। কোর কমিটির সবাইকে একসাথেই চলতে হবে। সামনে ভোট এমন আচরণ করা যাবে না। ক্ষোভ বিক্ষোভ থাকলে আমাদের বলুন। কিন্তু প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না।’’ সূত্রের খবর, এদিন অনুব্রত ফের জানিয়েছেন তিনি লজ্জিত।
advertisement
বোলপুরের IC-কে কদর্য কথা। মা-স্ত্রীয়ের প্রসঙ্গ তুলে নোংরা মন্তব্য। সেখানে এমন শব্দবন্ধ ব্যবহার করেছেন অনুব্রত মণ্ডল, যা প্রচারের অযোগ্য। এই ঘটনায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে পরপর দুবার পুলিশ তলব করেছে। তারপরে অবশ্য হাজিরা দেন কেষ্ট৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: এবার সামনাসামনি...ভাইরাল অডিও কাণ্ডের পরে প্রথমবার! অনুব্রত মণ্ডলকে নিয়ে আলাদা বৈঠকে কী কথা হল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement