Iran Israel War: ভারতের কাছে ক্ষমা চাইতে বাধ্য হল ইজরায়েল! এমন কাজ কী করে করল...ছি ছি করছে সবাই
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পহেলগাঁও হামলার পরেই আবারও ভারতের প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট করে দিয়েছিলেন, পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর, ও লাদাখ ভারত ভূখণ্ডের অবিচ্ছিন্ন অংশ৷
advertisement
যুদ্ধ পরিস্থিতি চলাকালীন ইজরায়েল ডিফেন্স ফোর্স, আইডিএফ-এর তরফে একটি গ্রাফিক পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়া ‘X’-এ৷ সেই গ্রাফিকে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলি রেঞ্জ বা পাল্লার দৌড় বোঝানোর চেষ্টা করেছিল ইজরায়েল৷ বোঝাতে চেয়েছিল, ইরানের অস্ত্রে শুধুমাত্র ইজরায়েলই আতঙ্কে নেই৷ আতঙ্কিত হওয়ার কথা বিশ্বের আরও অনেক দেশের৷
advertisement
advertisement
advertisement
ওই গ্রাফিকের ব্যাকগ্রাউন্ডে যে ম্যাপ ব্যবহার করা হয়েছিল, সেখানে জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখিয়েছে ইজরায়েল৷ যার জেরে চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের৷ ওই গ্রাফিকের ব্যাকগ্রাউন্ডে যে ম্যাপ ব্যবহার করা হয়েছিল, সেখানে জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখিয়েছে ইজরায়েল৷ যার জেরে চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের৷
advertisement
বহু ভারতীয় সেখানে লিখেছে, এই কারণেই ভারত এই ধরনের যুদ্ধ পরিস্থিতিতে নিরপেক্ষ থাকে৷ কারণ কূটনৈতিক ক্ষেত্রে কেউ-ই বন্ধু নয়৷ এরপরেই যদিও ইজরায়েলের তরফে জানানো হয়, ‘ওই পোস্ট ওই এলাকার একটি ইলাস্ট্রেশন মাত্র৷ ঠিক মতো দেশের সীমান্ত চিহ্নিত করতে পারেনি এই ছবি৷ কেউ এতে অসন্তুষ্ট হলে আমরা ক্ষমাপ্রার্থী৷’
advertisement