Anubrata Mondal|| মধ্যরাতে জেট গতিতে নিজাম প্যালেস ঢুকল সিবিআই কনভয়, হেফাজতে কেমন কাটল কেষ্ট'র প্রথম রাত!

Last Updated:

Anubrata Mondal first night at Nizam Palace: সওয়াল-জবাব শেষে 'কেষ্ট'কে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপরেই তাঁকে নিয়ে কলকাতার দিকে রওনা দেয় সিবিআইয়ের বিশাল কনভয়।

#কলকাতা: ১০ দিনের সিবিআই হেফাজতে বোলপুরের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুরে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পরে সন্ধ্যায় তাঁকে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। সওয়াল-জবাব শেষে 'কেষ্ট'কে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপরেই তাঁকে নিয়ে কলকাতার দিকে রওনা দেয় সিবিআইয়ের বিশাল কনভয়।
যে নিজাম প্যালেসে যাওয়ার জন্য বারে বারে সিবিআইয়ের তলব এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। এ দিন মধ্যরাতে তাঁকে নিয়েই জেট গতিতে নিজামপ্যালেসে প্রবেশ করে বিশাল কনভয়। বিধ্বস্ত চেহারায় নিজেই গাড়ি থেকে নেমে নিজাম প্যালেসের লিফটে উঠে যান 'গুড়-বাতাসা' নিদানকারী কেষ্ট। ফলে স্বাভাবিকভাবেই হেফাজতে একরাত কাটিয়ে ফেলেছেন অনুব্রত। যাঁকে দেখলে বীরভূমে এক ঘাটে বাঘে-গরুতে জল খায়, সি অনুব্রত মণ্ডল গ্রেফতারির পরে প্রথম রাতে নিজাম প্যালেসে পৌঁছনোর পরে কী করলেন? কী খেতে দেওয়া হল তাঁকে? কোথায়ই বা শুতে দেওয়া হয়েছে? তা জানতে মরিয়া রাজ্যের মানুষ।
advertisement
আরও পড়ুনঃ 'অর্পিতার মতো আমার কোনও বান্ধবী নেই, তবে...' কী বলতে চাইলেন চিরঞ্জিত! তুঙ্গে জল্পনা
জানা গিয়েছে, আসানসোল থেকে নিজাম প্যালেস, দীর্ঘ পথ একেবারে চুপচাপ ছিলেন বীরভূমের বাঘ! বারে বারে শুধু দীর্ঘশ্বাস ফেলেছেন। কখনও কখনও মুছেছেন চোখের কোনাও। সূত্রের খবর, নিজাম প্যালেসের ১৫ তলায় রাত কেটেছে অনুব্রতর। ক্যাম্প খাট বিছিয়ে তাঁর বিশ্রামের ব্যবস্থা করা হয়। পাশেই রয়েছে অক্সিজেন সিলিন্ডার । জানা গিয়েছে, ডায়েট চার্ট মেনেই খাবার দেওয়া হয়েছে অনুব্রতকে। ভোররাতে খাবার খেয়েছেন অনুব্রত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ 'অনুব্রত লুকোচুরি খেলছিল, আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল', হাসতে হাসতে তীব্র শ্লেষ বিমানের
সিবিআই সূত্রে জানা গিয়েছে, হেফাজতে পাওয়ার পর গতকাল রাত ২.৩৫ মিনিট নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছন সিবিআই কর্তারা। দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টার যাত্রাপথে চুপই ছিলেন কেষ্ট। সূত্রের খবর, আজ থেকেই জেরা শুরু করতে চায় সিবিআই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal|| মধ্যরাতে জেট গতিতে নিজাম প্যালেস ঢুকল সিবিআই কনভয়, হেফাজতে কেমন কাটল কেষ্ট'র প্রথম রাত!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement