সিবিআই আধিকারিকদের কাছে চাইলেন মুড়ি, মেয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন অনুব্রত
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Anubrata Mandal : এই মুহূর্তে দলকে পাশে চাইছেন তিনি।বার বার টেলিভিশন কিংবা সিবিআই এর কাউকে দেখেই জিজ্ঞাসা করছেন।তিনি খুব আগ্রহী দল তাকে নিয়ে কি ভাবছে।
কলকাতা : অনেক লুকোচুরি খেলার পর গরুপাচার মামলায় বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন অনুব্রত। আসানসোলের সিবিআই আদালত ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়ার পর,এখন তাঁর ঠাঁই আপাতত নিজাম প্যালেসে। নিজাম প্যালেস থেকেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শুক্রবার মেয়ে সুকন্যা অধিকারীর সঙ্গে ফোনে দু’বার কথা বলেছেন অনুব্রত। সিবিআই সূত্রে খবর, শুক্রবার দুপুরে কলকাতার কম্যান্ড হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করতে যাওয়ার আগেই এক বার মেয়ের সঙ্গে কথা হয়েছে তাঁর।
ফোনের লাউডস্পিকার ‘অন’ করে সিবিআই আধিকারিকেরা তাঁর সঙ্গে কথা বলতে দেয়। সূত্রের খবর,হেফাজতে থাকাকালীন মেয়ের কথা বার বার বলছিলেন তিনি। এক বার কথা বলিয়ে দেওয়ার জন্য সিবিআই আধিকারিকের কাছে কাতর মিনতি করছিলেন তিনি। সেই অনুরোধ মেনে সুকন্যার সঙ্গে তাঁকে দু’বার কথা বলিয়ে দেয় সিবিআই। মেয়ের সঙ্গে যখন কথা হচ্ছিল, সেই সময় সিবিআই আধিকারিকরা সামনেই বসে ছিলেন।এমনকি ফোনটা স্পিকারে রাখা ছিল।
advertisement
আরও পড়ুন : উচ্চতায় টেক্কা আইফেল টাওয়ারকেও! ভূস্বর্গে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে চেনাব রেলসেতু
তবে বাবা মেয়ের কথা বেশ আবেগপূর্ণ ছিল বলেই খবর। জানা গিয়েছে, অনুব্রত এবং তাঁর মেয়ে দু’জনেই কান্নায় ভেঙে পড়েছিলেন । কথা শেষ হলে দুপুর ২ টো ৪০ মিনিটে অনুব্রতকে নিয়ে কম্যান্ড হাসপাতালের উদ্দেশে রওনা দেন সিবিআই আধিকারিকরা। কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পর,আদালতের নির্দেশ অনুযায়ী ডাক্তারদের বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করেন। সে ভাবে শারীরিক কোনও অসুবিধে ধরা পড়েনি। রক্তচাপ থেকে রক্তের শর্করা, সবই স্বাভাবিক ছিল। বুকের ইসিজি করেও ডাক্তাররা স্বাভাবিক পায়।
advertisement
advertisement
আরও পড়ুন : 'কেষ্ট গেছে খাঁচার ভিতর', অনুব্রতকে নিয়ে 'চড়াম চড়াম গান' বাঁধল রাহুল- নীলাব্জ
পরীক্ষা-নিরীক্ষার পর সেখান থেকে বিকেলে অনুব্রতকে আবার নিজাম প্যালেসে ফিরিয়ে আনা হয়।এবং তাঁর জন্য যে নির্দিষ্ট থাকার ব্যবস্থা করেছে সেখানে তাঁকে রাখা হয়। অনুব্রতকে সিবিআই এর গেস্ট হাউসে রাখা হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার হাসপাতাল থেকে ফিরে আসার পর চা বিস্কুট খেয়েছেন তিনি। সন্ধ্যার পর মুড়ি চেয়েছিলেন সিবিআই কর্তাদের কাছে।প্রশ্ন উত্তরে বেশ কিছু জায়গায় এড়িয়ে গিয়েছেন তিনি। তবে দল তাকে নিয়ে কী ভাবছে? সূত্রের খবর, তা জানতেই মাঝে মাঝেই টেলিভিশন সেটের দিকে তাকিয়ে থাকছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 13, 2022 8:09 AM IST