Anubrata Mondal: 'কেষ্ট গেছে খাঁচার ভিতর', অনুব্রতকে নিয়ে 'চড়াম চড়াম গান' বাঁধল রাহুল- নীলাব্জ

Last Updated:

২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপি-কে একসঙ্গে বিঁধে টুম্পা সোনা প্যারোডি তৈরি করেছিলেন রাহুল- নীলাব্জ৷

অনুব্রত নিয়ে বাঁধা হল গান৷
অনুব্রত নিয়ে বাঁধা হল গান৷
#কলকাতা: এতদিন তাঁর দাপটে বাঘে- গরুতে একঘাটে জল খেত৷ কিন্তু সেই দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত এখন সিবিআই-এর হাতে বন্দি৷ ফলে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি৷ এবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে গানই বানিয়ে ফেললেন সিপিএমের ছাত্র যুব সংগঠনের দুই সদস্য রাহুল পাল এবং নীলাব্জ নিয়োগী৷ বিধানসভা নির্বাচনের আগে টুম্পা সোনার সুরে গান বেঁধে যাঁরা বাম কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছিলেন৷
টুম্পা সোনার মতো এবারেও অনুব্রতর গ্রেফতারি নিয়ে প্যারোডিই তৈরি ফেলেছে রাহুল- নীলাব্জ জুটি৷ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার সিবিআই-এর হাতে গ্রেফতার হয়ে যেভাবে প্যাঁচে পড়েছেন, তা নিয়ে গানের ছত্রে ছত্রে ঝরে পড়েছে ব্যঙ্গ, বিদ্রুপ৷
advertisement
অনুব্রতর মুখে বিভিন্ন সময়ে গুড়- বাতাসা, নকুলদানা খাওয়ানোর থেকে শুরু করে চড়াম চড়াম ঢাক বাজানোর মতো যে সমস্ত বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে, সেগুলির উল্লেখও গানে রয়েছে৷ একদা গরমাগরম উক্তি দেওয়া অনুব্রত এখন যে সিবিআই-এর হাতে বন্দি হয়ে কার্যত অসহয়, গানের মাধ্যমে সেটাই তুলে ধরেছেন রাহুল- নীলাব্জ৷ পাশাপাশি অনুব্রতর বিরুদ্ধে ওঠা অন্যান্য দুর্নীতির অভিযোগ এবং সার্বিক ভাবে দুর্নীতিকে প্রশয় দেওয়ার অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসকেও কটাক্ষ করা হয়েছে৷
advertisement
আগের মতো এবারেও গানের কথা লিখেছেন রাহুল পাল, সুর দেওয়ার পাশাপাশি গান গেয়েছেন নীলব্জ নিয়োগী৷ রাহুলের কথায়, 'করি চুরি, বালি চুরি, কয়লা চুরির টাকা এঘাট ওঘাট ঘুরে কালীঘাটেই যায়। অনেক কান ধরে খেলা হয়েছে। এবার মাথা চাই। আমাদের প্রতিবাদের হাতিয়ার গান। আমাদের কথা আমরা গানের মাধ্যমে বলে যাব৷'
advertisement
২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপি-কে একসঙ্গে বিঁধে টুম্পা সোনা প্যারোডি তৈরি করেছিলেন রাহুল- নীলাব্জ৷ তার পরেও অন্য ইস্যুতেও গান বেঁধেছেন তাঁরা৷ এবার অনুব্রতকে নিয়ে তৈরি প্যারোডি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে৷ অনুব্রতর গ্রেফতারির পর গুড়-বাতাসা, নকুলদানা নিয়ে রাস্তায় নেমেছেন বিরোধীরা৷ গুড়-বাতাসা, নকুলদানার সঙ্গে রাহুল-নীলব্জর তৈরি এই নতুন গানও বাম সমর্থকদের অস্ত্র হয়ে উঠতে পারে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: 'কেষ্ট গেছে খাঁচার ভিতর', অনুব্রতকে নিয়ে 'চড়াম চড়াম গান' বাঁধল রাহুল- নীলাব্জ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement