Aniket Mahato: হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও স্বস্তি অনিকেত মাহাতোর! পোস্টিং দিতে হবে আরজি কর হাসপাতালেই

Last Updated:

Aniket Mahato: গত ২৭ মে অনিকেত মাহাতোর বদলির নির্দেশ আসে রাজ্য সরকারের তরফে। আরজি কর হাসপাতাল থেকে তাঁকে উত্তরবঙ্গের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়।

স্বস্তি পেলেন অনিকেত
স্বস্তি পেলেন অনিকেত
কলকাতা: কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অনিকেত মাহাতো। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্টও। রাজ্যের দায়ের করা মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। বিচারপতি জেকে মাহেশ্বরী ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, রায়গঞ্জ নয়, অনিকেত চাকরি করবেন আরজি করেই। নির্দেশ কার্যকর করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে ২ সপ্তাহ।
advertisement
প্রসঙ্গত, গত ২৭ মে অনিকেত মাহাতোর বদলির নির্দেশ আসে রাজ্য সরকারের তরফে। আরজি কর হাসপাতাল থেকে তাঁকে উত্তরবঙ্গের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনিকেত। মামলা ওঠে বিচারপতি বিশ্বনাথ বসুর এজলাসে। আদালতে অনিকেত মাহাতো দাবি করেন, তাঁর র‍্যাঙ্ক ২৪।
advertisement
advertisement
আরজি কর হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে ৪টি শূন্যপদ আছে। একটি শূন্যপদে মেধাতালিকায় অনিকেতের আগে থাকা একজনকে নিয়োগ করা হয়েছেদু’টি শূন্যপদে ২৬ এবং ৩৪ র‍্যাঙ্ক করা দুই চিকিৎসক নিযুক্ত রয়েছেন। কিন্তু অনিকেত ওই হাসপাতালে নিয়োগ পাননি। সেই মামলায় কলকাতা হাইকোর্ট অনিকেতকে আরজি করে পোস্টিং দেওয়ার নির্দেশ দেয়। এরপর সেই মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টেও বহাল থাকল হাইকোর্টের রায়ই
advertisement
বৃহস্পতিবার অবশ্য অনিকেত বলেন, ‘‘রাজ‍্য যে রকম করছে, তাতে মনে হয় না এখনই পোস্টিং পাব। কিন্তু আশা করি বিলম্বিত হলেও ওদের বোধোদয় হবে। দ্রুত আমাকে কাজে যোগ দিতে দেওয়া হোক। হাই কোর্টের রায়ে হয়নি, এ বার অন্তত সুপ্রিম কোর্টের রায় মেনে কাজে যোগ দিতে দেওয়া হোক।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Aniket Mahato: হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও স্বস্তি অনিকেত মাহাতোর! পোস্টিং দিতে হবে আরজি কর হাসপাতালেই
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement