TMC MP: তৃণমূল সাংসদ সংসদে বসে কী এমন খাচ্ছেন! সংসদে বড় অভিযোগ তুললেন BJP সাংসদ অনুরাগ ঠাকুর! স্পিকার জানালেন, 'অভিযোগ এলে পদক্ষেপ করব!'

Last Updated:

TMC MP: সংসদে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ ওম বিড়লা বলেন, তিনি সমস্ত সদস্যকে বলবেন, সংসদীয় পরম্পরা ও সংসদীয় নিয়ম মেনে চলা উচিত।

কী অভিযোগ অনুরাগের?
কী অভিযোগ অনুরাগের?
কলকাতা: লোকসভায় তৃণমূল সাংসদদের বিরুদ্ধে ধূমপানের অভিযোগ তুললেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। যা শুনে সংসদের অনেকেই হতবাক হয়ে যান। কারও নাম না করেই অনুরাগ ঠাকুর অধ্যক্ষ ওম বিড়লাকে সম্বোধন করে বলেন, স্যর, সদনকে জানাতে চা, সারা দেশে ই-সিগারেট ব্যানস্পিকার কি সদনে তার অনুমতি দিয়েছেন?’ ওম বিড়লা উত্তর দেন, না। এর পরেই অনুরাগ ঠাকুর বলেছেন, তৃণমূলের সাংসদ খাচ্ছে
advertisement
এখানেই শেষ নয়, অনুরাগ আরও অভিযোগ তোলেন, কয়েকদিন ধরে টানা বসে বসে খাচ্ছেন এরপর অধ্যক্ষ বলেন, তিনি সমস্ত সদস্যকে বলবেন, সংসদীয় পরম্পরা ও সংসদীয় নিয়ম মেনে চলা উচিত। এ নিয়ে কোনও বিষয় এলে আমি নিশ্চয়ই খতিয়ে দেখবেন। তামাক পুড়িয়ে বিড়ি-সিগারেট খাওয়া নয়, ই-সিগারেট নাম শুনলেই বোঝা যায়, এ হল ধূমপানের ডিজিটালাইজেশন
advertisement
advertisement
বৃহস্পতিবার লোকসভায় নিয়ে অভিযোগ জানাতে ওঠেন অনুরাগ। সরাসরি স্পিকারের কাছে জানতে চান, কক্ষের মধ্যে ই-সিগারেট সেবন করা যায় কিনা। স্পিকার ওম বিড়লা তাঁকে জানান, যায় না এর পরই সুর চড়ান অনুরাগ। তিনি বলেন, “দেশের সর্বত্র ই-সিগারেট নিষিদ্ধ। তার পরও ওঁদের অনুমতি দিয়েছেন? গত কয়েক দিন ধরেই বসে বসে (ই-সিগারেট) সেবন করছেন তৃণমূলের সাংসদরা। অবিলম্বে তদন্তের নির্দেশ দিন।”
advertisement
অনুরাগের এই অভিযোগেই তপ্ত হয়ে ওঠে লোকসভার অধিবেশন। বিজেপির অন্য সাংসদরাও উঠে দাঁড়িয়ে একযোগে অভিযোগ জানাতে শুরু করেন। তুমুল বচসা শুরু হয় তা নিয়েস্পিকার সকলকে সংযত হতে নির্দেশ দেন। তিনি বলেন, “সংসদীয় রীতিনীতি এবং নিয়মকানুন পালন করতে হবে আনাদের। এমন কোনও অভিযোগ এলে আমি পদক্ষেপ করব।”
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC MP: তৃণমূল সাংসদ সংসদে বসে কী এমন খাচ্ছেন! সংসদে বড় অভিযোগ তুললেন BJP সাংসদ অনুরাগ ঠাকুর! স্পিকার জানালেন, 'অভিযোগ এলে পদক্ষেপ করব!'
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement