Amit Shah: শাহী ‘৩৫’ টার্গেট উধাও ! সংখ্যা নয়, অমিত শাহ লক্ষ্য বোঝালেন অন্যভাবে

Last Updated:

Amit Shah in Kolkata: চব্বিশের ভোটে এ রাজ্যে বিজেপির কী টার্গেট, সেটা এবার বললেন অন্যভাবে। কিন্তু বুধবার ধর্মতলার সমাবেশ থেকে কোনও সংখ্যা বললেন না অমিত শাহ।

শাহী ‘৩৫’ টার্গেট উধাও ! সংখ্যা নয়, অমিত শাহ লক্ষ্য বোঝালেন অন্যভাবে
শাহী ‘৩৫’ টার্গেট উধাও ! সংখ্যা নয়, অমিত শাহ লক্ষ্য বোঝালেন অন্যভাবে
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: শাহী ‘৩৫’ টার্গেট উধাও! এপ্রিলে বাংলায় এসে বলে দিয়েছিলেন চব্বিশের লোকসভা ভোটের টার্গেট। ঠিক করে দিয়েছিলেন পঁয়ত্রিশ আসনের লক্ষ্য। নভেম্বরের শেষে এসে সেই অমিত শাহের গলায় শোনা গেল না কোনও সংখ্যা। চব্বিশের ভোটে এ রাজ্যে বিজেপির কী টার্গেট, সেটা এবার বললেন অন্যভাবে। কিন্তু বুধবার ধর্মতলার সমাবেশ থেকে কোনও সংখ্যা বললেন না অমিত শাহ। এ বছর এপ্রিলে হয় বীরভূমে সভা। সেই সভা থেকে বেঁধে দিয়েছিলেন চব্বিশের টার্গেট।
অমিত শাহের বেঁধে দেওয়া এই টার্গেটকে সামনে রেখেই সুর চড়াচ্ছে বঙ্গ বিজেপি। ধর্মতলার সমাবেশে বক্তব্য রাখার সময় শাহ-টার্গেট ছুঁতে সুকান্ত মজুমদার সরব। সুকান্তর পরেই ভাষণ দিলেন অমিত শাহ। বাজিয়ে দিলেন চব্বিশের ভোটের ঘণ্টা। কিন্তু, তাঁর মুখে এ দিন আর কোনও সংখ্যা শোনা গেল না। লক্ষ্য কী বললেন। তবে অন্য ভাবে। কোনও সংখ্যার কথা বললেন না। আমিত শাহ এদিন বলেন, ‘‘এমনভাবে চব্বিশে জেতান যেন শপথ নেওয়ার পর মোদিজী বলতে পারেন তিনি বাংলার জন্যই ভারতের প্রধানমন্ত্রী হতে পেরেছেন।’’
advertisement
advertisement
তেইশেই শাহের নজর ছাব্বিশের বিধানসভার ভোটও। অমিত শাহ শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন, ‘‘এবার ছাব্বিশের ভোটে দুই তৃতীয়াংশ বহুমত নিয়ে সরকার হবে বিজেপির। তৃণমূল সরকারকে উৎখাত করে বাংলায় ক্ষমতায় আসবেই বিজেপি।’’ বছর গড়ালেই চব্বিশের লোকসভা ভোট। এই ভোটে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যে দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করবে সেটা এ দিন স্পষ্ট করে দেন অমিত শাহ। এ দিন বারবার তিনি দুর্নীতি ইস্যুতেই সুর চড়ান। চ্যালেঞ্জের সুরে অমিত শাহ এদিন প্রতিবাদ সভা থেকে জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে বলেন, ‘‘কয়লা হোক অথবা নিয়োগ। বাংলার জনতার টাকা খেয়েছে ওরা। মমতাদি যদি আপনার হিম্মত হয এদের সাসপেন্ড করে দেখান।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শাসকদলের বঞ্চনার অভিযোগ উড়িয়ে অমিত শাহর দাবি, ‘‘নরেন্দ্র মোদি সরকার কোটি কোটি টাকা পাঠায় বাংলায় । তৃণমূলের সিন্ডিকেট বাহিনীর জন্য সেই টাকা গরিবের কাছে পৌঁছয় না।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় উনন্নয়নের কাজ করতে দেন না।’’
নরেন্দ্র মোদি বাংলার উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ করেছেন তার হিসেবও তুলে ধরে মোদির ডেপুটি শাহ। অমিত শাহর দাবি, ‘ইউপিএ সরকার ২০০৪ সাল থেকে ২০১৪ সালে ২ লক্ষ ১৪ হাজার কোটি টাকা দিয়েছে। মনরেগায় তিনগুণ বেশি টাকা দেওয়া হয়েছে। হাইওয়ের জন্য মোট ৭০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি ৮ লক্ষ কোটি টাকা দিয়েছে।’ তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন। কিন্তু লোকসভা ভোটের আগে বাংলায় এসে প্রচারের ঢাকে কাঠির সূচনা অমিত শাহ করলেও বিগত দিনে লোকসভায় বাংলার ৪২ টি আসনের মধ্যে ৩৫ টি আসনের যে লক্ষ্যমাত্রা দিয়েছিলেন সেই সংখ্যার ব্যাপারে বুধবার কার্যত নীরবই থাকলেন তিনি বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah: শাহী ‘৩৫’ টার্গেট উধাও ! সংখ্যা নয়, অমিত শাহ লক্ষ্য বোঝালেন অন্যভাবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement