৩৫,০০০ কোটি টাকার সম্পত্তির মালিক, থাকেন খুবই সাধাসিধে ভাবে, চেনেন রাধা ভেম্বুকে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Radha Vembu: আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে নিতান্তই আটপৌরে এক ভারতীয় নারী। সাজও তাঁর খুবই ছিমছাম। অথচ, এই রাধা বেম্বুই প্রায় ৩৫,০০০ কোটি টাকার সম্পত্তির মালিক। বিশ্বাস না হলেও এ নির্জলা বাস্তব। হালেই ৩৬০ ওয়ান ওয়েল্থ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৩-এ উঠে এসেছে তাঁর নাম। জোভো কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা রাধার সাফল্য আত্মবিশ্বাস দেবে দেশের যে কোনও নারীকে।
ধনী নারীর কথা আমাদের দেশে উঠলেই সবার আগে মনে পড়ে নায়িকাদের কথা। কিন্তু উদ্যোগপতিরা বৈভবে, মহিমায় ছাড়িয়ে যান তাঁদেরকেও। সবার আগে এই তালিকায় যাঁর নাম মনে আসে, তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন্যতম কর্ণধার নীতা মুকেশ আম্বানি। যশ তাঁর বহুধাবিস্তৃত, সাফল্য এবং অবদান দেশের নানা ক্ষেত্রে সীমাহীন। এর পর একে একে অনেকেরই মনে পড়ে যেতে পারে সাবিত্রী জিন্দল, রেখা ঝুনঝুনওয়ালা, লীনা তিওয়ারিদের কথা। কিন্তু রাধা ভেম্বুর নাম প্রচারের আলোয় নেই।
advertisement
আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে নিতান্তই আটপৌরে এক ভারতীয় নারী। সাজও তাঁর খুবই ছিমছাম। অথচ, এই রাধা ভেম্বুই প্রায় ৩৫,০০০ কোটি টাকার সম্পত্তির মালিক। বিশ্বাস না হলেও এ নির্জলা বাস্তব। হালেই ৩৬০ ওয়ান ওয়েল্থ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৩-এ উঠে এসেছে তাঁর নাম। জোভো কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা রাধার সাফল্য আত্মবিশ্বাস দেবে দেশের যে কোনও নারীকে।
advertisement
ডিএনএ ইন্ডিয়ার রিপোর্টের নিরিখে রাধার সম্পত্তির পরিমাণ সঠিক ভাবে বললে ৩৪,৯০০ কোটি টাকা। কৃষিখাতের স্বেচ্ছাসেবী সংস্থা জানকী হাই-টেক এগ্রো, রিয়েল এস্টেট সংস্থা হাইল্যান্ড ভ্যালির মালিক রাধার নাম এখন অন্তর্ভুক্ত হয়েছে দেশের ৪০তম ধনী ব্যক্তির তালিকায়। অথচ, এ হেন রাধা এবং তাঁর ভাই শ্রীধর ভেম্বুর বাবা একসময়ে কাজ করতেন মাদ্রাজ হাই কোর্টে স্টেনোগ্রাফার হিসাবে, সামান্য উপার্জনে কোনও মতে চলত সংসার। সেখান থেকে সাফল্যের এই সোপান বেয়ে ধাপে ধাপে স্বচ্ছলতার মুখ দেখেছেন ভাই-বোন।
advertisement
১৯৯৭ সালে আইআইটি মাদ্রাজ থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে রাধা যোগ দেন জোহোতে। তাঁর সুযোগ্য পরিচালনায় জোহো আজ মাল্টিন্যাশনাল সংস্থার তকমা পেয়েছে, প্রযুক্তিগত দিক থেকে ১৮০টি দেশে নিরলস পরিষেবা দিচ্ছে এই সংস্থা। সঙ্গত কারণেই জোহোতে সিইও শ্রীধরের মাত্র ৫ শতাংশ স্টেক থাকলেও রাধার অংশে রয়েছে ৪৭ ভাগ।
advertisement