Amit Shah in Kolkata: 'শুভেন্দুকে বের করেছেন...' বিরোধী দলনেতাকে সামনে রেখে মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Amit Shah in Kolkata: এদিন অমিত শাহকে মঞ্চ থেকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। তার পরেই একে একে বক্তৃতা দিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার।
কলকাতা: ধর্মতলায় ২১ জুলাইয়ের সভাস্থলে জনসভা করছে রাজ্য বিজেপি। আর সেই জনসভা থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিই এই সভার প্রধান বক্তা। দুপুর ২টো নাগাদ বক্তব্যের শুরুতেই শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করার বিরোধিতা করেন অমিত শাহ। বলেন, ‘‘দিদি এই নিয়ে দ্বিতীয়বার শুভেন্দুকে বরখাস্ত করলেন। উনি শুভেন্দুকে বার করতে পারেন, কিন্তু বাংলার জনতাকে চুপ করাতে পারবেন না। বাংলার মানুষ বলছে দিদি আপনার সময় এবার শেষ হয়ে গিয়েছে।’’
এদিন অমিত শাহকে মঞ্চ থেকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। তার পরেই একে একে বক্তৃতা দিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। ভাঙা গলায় শুভেন্দু পাঁচ মিনিটেই শেষ করলেন বক্তৃতা। সাড়ে তিনশোর বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদি আবার দেশের প্রধানমন্ত্রী হবেন, ধর্মতলার মঞ্চে বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
advertisement
advertisement
এদিন বক্তব্যের শুরুতেই অমিত শাহ বলেন, বাংলার আওয়াজ কোথায় গেল? তিনি বলেন, ধর্মতলার পবিত্র জমিকে, বাংলার এই পবিত্র জমিকে শুরুতেই প্রণাম জানাই। এই মাটি দেশকে সর্বদা দিশা দেখিয়েছে। আমি শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়কে প্রণাম জানাই।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অমিত শাহের চ্যালেঞ্জ, ”আজ বাংলার ১৮ লোকসভা আসন, ৭৭ বিধানসভা আসন বিজেপিকে দিয়ে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এখানে পরের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 2:30 PM IST