লক্ষ্য ২০১৯ ! দু’দিনের বঙ্গ সফরে কলকাতায় পৌঁছলেন অমিত শাহ

Last Updated:

লক্ষ্য ২০১৯ ৷ আর সেই লক্ষ্যভেদে বাংলা সফরে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে নয়া রণনীতি নিয়ে একাধিক বৈঠক করবেন তিনি ৷

#কলকাতা: লক্ষ্য ২০১৯ ৷ আর সেই লক্ষ্যভেদে বাংলা সফরে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে নয়া রণনীতি নিয়ে দলের কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি ৷ পঞ্চায়েত নির্বাচনের পরই লোকসভা ভোটে অনেক বেশী আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বিজেপি ৷ তাই রাজ্যের বিজেপির নেতা কর্মীদের অক্সিজেন যোগাতেই এই সফর ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷
লোকসভা ভোটে এ রাজ্য থেকে ২২টি আসনে বিজেপি জয়ের আশা দেখছে ৷ কিন্তু তা কি আদৌ সম্ভব ? দিলীপ ঘোষ হোক ৷ কিংবা মুকুল রায় ৷ তাঁরা কি রাজ্য বিজেপিতে প্রভাব ফেলতে পেরেছেন ? তা নিজেই পরখ করে দেখতে চান তিনি ৷ গত বিধানসভা ভোটে ৩০-৪০টি আসনের লক্ষ্যমাত্রা স্থির করেও মাত্র ৩ টি আসনে জিতেছিল বিজেপি ৷ লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও কি সেই বিষয়টিরই পুনারাবৃত্তি হতে চলেছে ? তার প্রতি নজর রাখতে সমস্ত খতিয়ান পরখ করে নিতে কলকাতায় এলেন তিনি ৷
advertisement
ঘটনা হল, ২২টি আসনে শুধু বিজেপি জয়ের স্বপ্নই দেখছে না ৷ একইসঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমসহ আরও বেশ কিছু জায়গাতেও বিজেপি জয়ের আশা দেখছে ৷ সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিল্লিতে পাঠিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷
advertisement
আজ সকাল ১১টায় কলকাতায় নামেন অমিত শাহ ৷ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি ৷ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ‍্যায় এবং জি ডি বিড়লা সভাগারে স্মারক বক্তৃতা দেবেন তিনি ৷ বৃহস্পতিবার তারাপীঠে পুজো দিয়ে পুরুলিয়ায় জনসভা করবেন ৷ তবে, সমস্ত ক্ষেত্রেই তৃণমূলকেই যে অমিত নিশানায় রাখবেন ৷ সেই বিষয়ে নিশ্চিত পর্যবেক্ষকেরা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লক্ষ্য ২০১৯ ! দু’দিনের বঙ্গ সফরে কলকাতায় পৌঁছলেন অমিত শাহ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement