Amartya Sen | Kolkata High Court: আপাতত স্বস্তি অমর্ত্য সেনের! জমিজট নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
বেশ কিছু মাস ধরেই চরমে উঠেছে বিশ্বভারতী কর্তপক্ষের সঙ্গে অমর্ত্য সেনের এই জমি তরজা। জোর করে নোবেলজয়ীকে উচ্ছেদ করতে চাইছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ ইতিমধ্যে তাঁকে একাধিক নোটিসও পাঠানো হয়েছে এই ঐতিহ্যবাসী শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে।
কলকাতা: কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। আগামী ৬ মে তাঁকে ফাঁকা করতে হচ্ছে না বিশ্বভারতীর জায়গা। বিশ্বভারতীর জায়গা খালি করার নোটিসের উপরে অন্তর্বতী স্থগিতাদেশ জারি করলেন হাইকোর্টের বিচারপতি বিভাস রঞ্জন দে। জেলা জজ কোর্টে অমর্ত্য সেনের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট৷
আগামী ৬ মের মধ্যে বিশ্বভারতীর জায়গা ফাঁকা করার জন্য অমর্ত্য সেনকে নোটিস পাঠিয়েছিল বিশ্বভারতীর যুগ্ম রেজিস্ট্রার এবং এস্টেট অফিসার। সেই বিজ্ঞপ্তি উপরে বৃহস্পতিবার স্থগিতাদেশ দিল হাইকোর্ট।
আরও পড়ুন: বড় আপডেট! শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা
বেশ কিছু মাস ধরেই চরমে উঠেছে বিশ্বভারতী কর্তপক্ষের সঙ্গে অমর্ত্য সেনের এই জমি তরজা। জোর করে নোবেলজয়ীকে উচ্ছেদ করতে চাইছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ ইতিমধ্যে তাঁকে একাধিক নোটিসও পাঠানো হয়েছে এই ঐতিহ্যবাসী শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে।
advertisement
advertisement
সমস্যার শুরু থেকেই অমর্ত্য সেনের পাশে থাকার বার্তা দিয়ে এসেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকি, অর্মত্য সেন শান্তিনিকেতনে থাকাকালীন প্রতীচীতে গিয়ে তাঁর জমি-বাড়ি সংক্রান্ত নথিপত্র নিজের হাতে অমর্ত্য সেনকে দিয়ে এসেছেন তিনি৷ যদিও তারপরেও একাধিকবার নোবেলজয়ী অর্থনীতিবিদকে বেনজির ভাবে আক্রমণ করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷
advertisement
আরও পড়ুন: ট্রেনের দরজা ধরে দাঁড়িয়ে উনি কে? মুহূর্তেই সব স্পষ্ট, বর্ধমান স্টেশন হঠাৎ হাজির মমতা বন্দ্যোপাধ্যায়
সম্প্রতি, কিছুদিন আগেও অমর্ত্য সেনকে জমি খালি করার নোটিস পাঠিয়েছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ এরপরেই এনিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেয় রাজ্যের। এমনকি, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের নির্দেশ দিয়েছেন, বিশ্বভারতী যদি উচ্ছেদ করতে যায় সেক্ষেত্রে অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসবেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 12:47 PM IST