East Burdwan News: ট্রেনের দরজা ধরে দাঁড়িয়ে উনি কে? মুহূর্তেই সব স্পষ্ট, বর্ধমান স্টেশন হঠাৎ হাজির মমতা বন্দ্য়োপাধ্য়ায়
- Reported by:BONOARILAL CHOWDHURY
- hyperlocal
Last Updated:
বর্ধমান স্টেশনে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ট্রেনটি দাঁড়িয়েছিল। ট্রেনের কামরার দরজাতেই দাঁড়িয়েছিলেন মমতা বন্দোপাধ্যায় । মুখ্যমন্ত্রীকে ঘিরে এক অন্য উন্মাদনা শুরু হয়েছিল ষ্টেশন চত্বরে
দক্ষিণবঙ্গ: হেলতে দুলতে স্টেশনে ঢুকছে হাওড়া-সরাইঘাট এক্সপ্রেস৷ যেমনটা সাধারণত আসে৷ একই সময়, একই রুটিন৷ কিন্তু, এই রুটিনের মধ্যেই হঠাৎ প্রাপ্তি৷ ট্রেনের দরজায় সরু সবুজ পাড় সাদা শাড়ি পরে দাঁড়িয়ে উনি কে? ভুল দেখা নয় তো? না ঠিকই তো, ট্রেনের দরজার কাছেই যিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি আর কেউ নন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ আর মুখ্য়মন্ত্রীকে এভাবে স্টেশন চত্বরে এত কাছে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে যায় সাধারণ মানুষ৷
হঠাৎ করেই বর্ধমান স্টেশনে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বর্ধমান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সরাইঘাট এক্সপ্রেসের স্পেশাল কোচে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী যে আসছেন, এই খবর আগে থেকেই ছিল৷ রীতিমতো হইহই শুরু হয়েছিল পুরো স্টেশন চত্বরে।
আরও পড়ুন: ‘এই দিনটা দেখার জন্যই কি আমরা দেশের হয়ে এত পদক জিতলাম?’ কান্নায় ভেঙে পড়লে কুস্তিগির ভিনেশ ফোগত
মুখ্যমন্ত্রী আসার আগে থেকেই বর্ধমান স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার বলয়ে। বুধবার বিকেল ৫টা ১৮ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর ট্রেন।
advertisement
advertisement
তারপরই দেখা যায়, হাওড়া- গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের ‘ এ ওয়ান ‘ কামরা থেকে বেরিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছেন মূখ্যমন্ত্রী৷ তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও।
স্টেশন চত্বরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলা ও পুলিশ সুপার কামনাসিশ সেন। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও তৃণলের অন্য নেতা কর্মীরাও।
advertisement
আরও পড়ুন: আজ বৃষ্টির পূর্বাভাস, কাল থেকেই ভোলবদল! পশ্চিমবঙ্গে কি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা? কী বলছে হাওয়া অফিস?
বিধায়ক খোকন দাস বলেন, ‘‘দিদি বললেন সবাইকে মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে, একসঙ্গে থাকতে। আমাদের সব কাউন্সিলর, নেতা, কর্মীরা দিদিকে কাছে পেল এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার।’’
বর্ধমান স্টেশনে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট দাঁড়িয়েছিল ট্রেনটি। ট্রেনের কামরার দরজাতেই দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে ঘিরে এক অন্য উন্মাদনা শুরু হয়েছিল স্টেশন চত্বরে।
view commentsLocation :
West Bengal
First Published :
May 04, 2023 11:07 AM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: ট্রেনের দরজা ধরে দাঁড়িয়ে উনি কে? মুহূর্তেই সব স্পষ্ট, বর্ধমান স্টেশন হঠাৎ হাজির মমতা বন্দ্য়োপাধ্য়ায়