Suvendu Adhikari | Kolkata High court: বড় আপডেট! শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা

Last Updated:

প্রসঙ্গত, এর আগে শুভেন্দু অধিকারীর এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি পার্থসারথি সেন। রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা ইস্যুতে ২৬টি এফআইআর করেছিল রাজ্য৷ এই সমস্ত এফআইআরই বর্তমানে স্থগিত হয়ে রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ। শুভেন্দুকে রক্ষাকবচ দিয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন, হাইকোর্টের অনুমতি ছাড়া নতুন কোনও FIR নয়।

কলকাতা: শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ-সহ দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা। এদিন শুনানি চলাকালীন বিচারপতি মান্থা জানিয়ে দিলেন, ‘‘দীর্ঘ শুনানি করার সময় এই এজলাসের নেই৷ আদালতে আরও ৫৩ জন বিচারপতি রয়েছেন। অন্য কোনও এজলাসে (এই মামলা) পাঠানো হোক।’’
হাইকোর্টে দ্রুত শুনানি হচ্ছে না এই মর্মে সম্প্রতি সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছিল রাজ্য। কিন্তু, এ বিষয়ে কোনও হস্তক্ষেপ না করে হাইকোর্টেই মামলা ফেরত পাঠায় শীর্ষ আদালত।
আরও পড়ুন: গঙ্গা ভাঙনে দিশেহারা কয়েকশো পরিবার, পরিস্থিতি খতিয়ে দেখতে সমশেরগঞ্জ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন বিচারপতি রাজাশেখর মান্থ মন্তব্য় করেন, ‘‘সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন দেখে মনে হয়েছে, যেন মামলাকারীর জন্যই শুনানিতে দেরি হয়েছে৷ কিন্তু এই আদালত দেখেছে যে, কোনও পক্ষই দ্রুত শুনানিতে আগ্রহী নয়।’’
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে শুভেন্দু অধিকারীর এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি পার্থসারথি সেন। রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা ইস্যুতে ২৬টি এফআইআর করেছিল রাজ্য৷ এই সমস্ত এফআইআরই বর্তমানে স্থগিত হয়ে রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ। শুভেন্দুকে রক্ষাকবচ দিয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন, হাইকোর্টের অনুমতি ছাড়া নতুন কোনও FIR নয়।
আরও পড়ুন: ট্রেনের দরজা ধরে দাঁড়িয়ে উনি কে? মুহূর্তেই সব স্পষ্ট, বর্ধমান স্টেশন হঠাৎ হাজির মমতা বন্দ্যোপাধ্যায়
আদালতের এই নির্দেশের কারণেই আসানসোলের কম্বল বিতরণ সভায় পদপিষ্ট হওয়ার ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর রুজু করা যায়নি। সূত্রের খবর, তখন থেকেই নতুন মাত্রা নেয় পরিস্থিতি তখন থেকেই৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari | Kolkata High court: বড় আপডেট! শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement