পার্লামেন্টে 'অ্যাবসেন্ট' হওয়া চলবে না, তৃণমূল সাংসদদের কড়া বার্তা নেত্রীর

Last Updated:

সূত্রের খবর, বৈঠকে দলীয় সাংসদদের উদ্দেশে কড়া নির্দেশ দেন তৃণমূলনেত্রী। সাফ জানিয়ে দেন, অধিবেশন চলাকালীন সংসদে উপস্থিত থাকতে হবে প্রত্যেক তৃণমূল সাংসদকে। কোনও ভাবেই 'অ্যাবসেন্ট' হওয়া যাবে না।

#নয়াদিল্লি: 'অ্যাবসেন্ট' হওয়া চলবে না। চলতি অধিবেশনের প্রত্যেকদিন সংসদে হাজির থাকতে হবে তৃণমূলের প্রতিটা সাংসদকে। সংসদের শীতকালীন অধিবেশনের স্ট্র্যাটেজি বৈঠকে কড়া নির্দেশ দিলেন মমতা।
বুধবার, তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ি, ৫৮,লোধি এস্টেটে দলীয় সাংসদদের নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে ডাকা হয়নি দিব্যেন্দু এবং শিশির অধিকারীকে। ব্যক্তিগত কারণে বৈঠকে থাকতে পারেননি তারকা সাংসদ দেব। তবে, এঁরা বাদে, বাকি প্রত্যেক তৃণমূল সাংসদই উপস্থিত ছিলেন মমতার বৈঠকে।
advertisement
advertisement
আজ থেকেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে তৃণমূলের কৌশল কী হবে, কোন কোন বিষয়ে জোর দেবে তৃণমূল, বিরোধিতাই বা করা হবে কোন কোন বিষয়ে, তা নিয়ে দিল্লিতে স্ট্র্যাটেজি বৈঠক সারে তৃণমূল। বৈঠকের নেতৃত্বে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সূত্রের খবর, বৈঠকে দলীয় সাংসদদের উদ্দেশে কড়া নির্দেশ দেন তৃণমূলনেত্রী। সাফ জানিয়ে দেন, অধিবেশন চলাকালীন সংসদে উপস্থিত থাকতে হবে প্রত্যেক তৃণমূল সাংসদকে। কোনও ভাবেই 'অ্যাবসেন্ট' হওয়া যাবে না।
advertisement
বৈঠক শেষে বেরিয়ে এদিন কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তৃণমূলনেত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, "আমরা আতঙ্কে আছি। জানি না সংসদীয় গণতন্ত্র রক্ষা হবে কি না। সাংসদদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে।"
advertisement
চলতি অধিবেশনে ১৬টি নতুন বিল আনতে চলেছে কেন্দ্র। এদিন তা নিয়েও মন্তব্য করতে শোনা যায় তৃণমূলনেত্রীকে। তাঁর বক্তব্য, "এমন অনেকগুলো বিল রয়েছে, যে গুলোতে রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করা হচ্ছে। যেমন, বিদ্যুৎ বিল সমবায় বিল, অথবা তথ্য সংরক্ষণ বিল।" অধিবেশন চলাকালীন যে তৃণমূল এই সমস্ত বিলের বিরোধিতা করতে চলেছে, এদিন সেই ইঙ্গিতও দেন মমতা। পাশাপাশি, সংসদে রাজ্যের অর্থ বরাদ্দ নিয়েও সুর চড়াতে চলেছে তৃণমূল। তেমনই খবর সূত্রের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
পার্লামেন্টে 'অ্যাবসেন্ট' হওয়া চলবে না, তৃণমূল সাংসদদের কড়া বার্তা নেত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement