Fraud Takes Away Money From MP : বিজেপি সাংসদকে একবার ‘টুপি’ পরিয়ে সাহস বেড়ে গিয়েছিল, ফের ধাপ্পা দিয়ে টাকা লুটতে এসেছিল প্রতারক, তারপর
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Fraud Takes Away Money From MP : যাকে তাকে নয় ধড়িবাজ ধাপ্পা দিয়ে টাকা তুলতে এসেছিল সাংসদের কাছ থেকে, তারপর যে ভাবে খেলা ঘুরল
রানাঘাট: সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে ধরা পড়ল এক প্রতারক। অভিযোগকারী স্বয়ং সাংসদ। তিনি জানাচ্ছেন আন্তর্জাতিক স্তরে দাবা খেলার একজন সুদক্ষ খেলোয়াড় হিসেবে অতীতে ওই ব্যক্তি নিয়ে গিয়েছিলেন ১০ হাজার টাকা। এরপর দশমীর দিন বৃহস্পতিবার মহিলাদের স্বনির্ভরতার জন্য প্রায় ৫০ জনকে সেলাই মেশিন প্রদান, দু:স্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের ট্যাব বিতরণের মাঝেই তিনি উপস্থিত হন আগেরবার দাবাড়ু পরিচয় দিয়ে আসা সেই ভুয়ো ব্যক্তি৷
সেই ব্যক্তি জানিয়েছিলেন আর মাত্র ১০ হাজার টাকা দরকার, এটা না হলে তিনি যেতে পারছেন না বিদেশে খেলতে, তাই সেই অর্থ দিয়ে দেওয়া হয়। কিন্তু এদিন আবার এসে ১৫ হাজার টাকা সহযোগিতা চাইলে সন্দেহ হয় সাংসদের।

advertisement
advertisement
জগন্নাথ সরকারকে একবার ঠকানোর পর ফের ঠকাতে এসেছিল ধড়িবাজ
ইন্টারনেট সার্চ করে তার খেলার যাবতীয় তথ্য এবং বিদেশে কোথায় খেলতে যাচ্ছেন সে বিষয়ে খোঁজখবর নিতেই সকলের চক্ষু চড়কগাছ! এ ধরনের কোনও সংস্থাই নেই! এমনকি বিদেশে খেলার বিষয়টিও ভুয়ো, প্রথম দিন বলেছিলেন রানাঘাট কুপার্সে তার বাড়ি। এদিন জানান মাঝের গ্রামে! নিজের পরিচয় পর্যন্ত ঠিকমতো না পেয়ে বাধ্য হয়ে সাংসদ শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টি জানালে পুলিশ আটক করে নিয়ে যায় ওই ব্যক্তিকে।
advertisement
সূত্রের খবর অনুযায়ী জানা যায় রানাঘাটের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়েক কাছ থেকেও এই ব্যক্তির ২৫ হাজার টাকা একই ভাবে প্রতারণা করে নিয়ে এসেছে। তবে রাজনৈতিক হার না মানা সাংসদকে দাবার চালে কিস্তিমাত করতে গিয়েছিল এই প্রতারক! কিন্তু হয়তো একটি ভুল চালেই কিস্তিমাতের নকল দাবাড়ু৷ তার এখন ঠাঁই হবে শ্রী ঘরে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 03, 2025 2:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fraud Takes Away Money From MP : বিজেপি সাংসদকে একবার ‘টুপি’ পরিয়ে সাহস বেড়ে গিয়েছিল, ফের ধাপ্পা দিয়ে টাকা লুটতে এসেছিল প্রতারক, তারপর






