IAF Chief: পাকিস্তানের F-16 ধ্বংস করেছে ভারত, ৩০০ কিমি ভেতরে ঢুকে হামলা! ‘ওরা বাধ‍্য হয়ে অনুরোধ করে...’, অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক বায়ুসেনা প্রধান

Last Updated:

IAF Chief: ভারতীয় সেনাবাহিনীর ঐক‍্যবদ্ধতার ফলেই এসেছে সাফল‍্য। বৃহস্পতিবার অপারেশন সিঁদুরের সফলতা নিয়ে এমনই মন্তব‍্য করলেন দেশের বায়ুসেনা প্রধান এপি সিং।

News18
News18
নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীর ঐক‍্যবদ্ধতার ফলেই এসেছে সাফল‍্য। বৃহস্পতিবার অপারেশন সিঁদুরের সফলতা নিয়ে এমনই মন্তব‍্য করলেন দেশের বায়ুসেনা প্রধান এপি সিং। বায়ুসেনা প্রধান ফের জানালেন অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের অন্তত চার থেকে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত। সেই তালিকায় আমেরিকার F 16 রয়েছে, এদিন ফের স্পষ্ট করলেন তিনি। যুদ্ধবিরতির প্রস্তাব এসেছিল পাকিস্তানের পক্ষ থেকেই, ফের স্পষ্ট করলেন বায়ুসেনাপ্রধান।
৯৩তম এয়ার ফোর্স ডে উদযাপনের অনুষ্ঠানে এদিন বক্তব‍্য রাখতে গিয়ে ফের অপারেশন সিঁদুর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব‍্য করবলেন বায়ুসেনা প্রধান। এই অভিযানকে ভারতীয় সেনার চলতি বছরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযান বলে ব্যাখ্যা করেছেন তিনি। পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে সঠিক নিশানায় ধ্বংস করে ভারত, আবারও স্পষ্ট করলেন তিনি। সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়ে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের এর জঙ্গি পরিকাঠামোগুলিই লক্ষ‍্য ছিল ভারতের। নয়টি ক‍্যাম্পে ভারতের হামলায় প্রায় ১০০ জনেরও বেশি জঙ্গির মৃত‍্যু হয়েছে বলেই জানালেন এপি সিং।
advertisement
advertisement
যুদ্ধবিরতির প্রস্তাব এনেছিল পাকিস্তানই। এদিন দেশের বায়ুসেনা প্রধান ফের জানালেন, ‘‘ আমরা ওদের (পাকিস্তান) এমন একটি পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলাম যেখান থেকে ওরা যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছিল। শত্রুতার সমাপ্তির জন্য অনুরোধ করেছিল। আমাদের আসল লক্ষ‍্য পূরণ হয়েছে। তাই আমরাও রাজি হয়েছিলাম যুদ্ধ বন্ধ করতে।’’ কীভাবে ভারত পাকিস্তানকে বাধ‍্য করেছিল যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে, তাও এদিন জানালেন বায়ুসেনা প্রধান।
advertisement
কীভাবে ভারত পাকিস্তানকে বাধ‍্য করেছিল?
অফেন্সিভ অ্যাকশনের বিষয়ে, IAF প্রধান বলেন, দূর পাল্লার ক্ষেপনাস্ত্রগুলি ব‍্যবহার করেছিল ভারত। পাক ভূখণ্ডের প্রায় ৩০০ কিমি পর্যন্ত ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ভারত। ফলে বাধ‍্য হয়েছে পাকিস্তান। এয়ার মার্শাল সিং আরও বলেন ভারতের দীর্ঘ-পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল (SAMs) ও ভারতের পক্ষে পালা ঘুরিয়ে দিয়েছে। “স্যাটেলাইট চিত্রগুলি দেখিয়েছে যে আমরা যে আঘাতগুলি অর্জন করেছি। পাকিস্তান এমনকি তার নিজস্ব ভূখণ্ডের মধ্যেও পরিচালনা করতে পারেনি,”। ‘‘তিনটি পরিষেবা – সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সম্পদ একত্রিত হওয়া – এবং বিমান প্রতিরক্ষা সম্পদ, কাউন্টার UAV সম্পদ এবং সবকিছু IAF কমান্ড এবং কন্ট্রোল সেন্টারের একত্রিত নিয়ন্ত্রণের অধীনে কাজ করা, এটি একটি গেম চেঞ্জার হিসাবে কাজ করেছে’’, জানিয়ে দিলেন বায়ুসেনা প্রধান।
advertisement
ভারত কতগুলি বিমান ধ্বংস করেছে?
এয়ার মার্শাল এপি সিং আরও প্রকাশ করেছেন যে ভারত কমপক্ষে পাঁচটি হাই-টেক ফাইটার জেট এবং একটি AWACS (এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম) গুলি করতে সক্ষম হয়েছিল যা পাকিস্তানি ভূখণ্ডে ৩০০ কিমি এরও বেশি দূরে অবস্থিত ছিল। তিনি আরও জানিয়েছেন যে, ৪-৫ শত্রু বিমান, সম্ভবত F-16, ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারত চারটি রাডার, দুটি কমান্ড সেন্টার, একটি হ্যাঙ্গার, একটি C-130 ক্লাস ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, তিন থেকে চারটি ফাইটার এবং একটি SAM সিস্টেমও ধ্বংস করেছে, তিনি যোগ করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
IAF Chief: পাকিস্তানের F-16 ধ্বংস করেছে ভারত, ৩০০ কিমি ভেতরে ঢুকে হামলা! ‘ওরা বাধ‍্য হয়ে অনুরোধ করে...’, অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক বায়ুসেনা প্রধান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement