৯ দিনের লড়াইয়ে ইতি! বাইসনের হামলায় জখম গৃহবধূর মৃত্যু, দশমীর রাতে বাড়ি ফিরল নিথর দেহ
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Bison Attack: এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ বাড়িতে মৃত্যুর খবর আসে। ময়নাতদন্ত শেষে রাত এগারোটা নাগাদ বাড়িতে মৃতদেহ এসে পৌঁছয়। বাইসনের হামলার পর টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর গৃহবধূর মৃত্যু।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ বাইসনের আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন। ৯ দিনের লড়াই শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গৃহবধূ অনিমা রায়। জানা যাচ্ছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ মৃত্যুর খবর আসে, রাত এগারোটা নাগাদ শিলিগুড়ি থেকে উত্তর মজিদখানা এলাকায় মৃতদেহ এসে পৌঁছয়। শোকের ছায়া এলাকায়।
এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ বাড়িতে মৃত্যুর খবর আসে। ময়নাতদন্ত শেষে রাত এগারোটা নাগাদ বাড়িতে মৃতদেহ এসে পৌঁছয়। টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানলেন উত্তর মজিদখানা এলাকার গৃহবধূ অনিমা রায়।
আরও পড়ুনঃ নারীর সম্মানেই সমাজের পূর্ণতা! দুর্গাপুজোয় ‘নারীশক্তি’ থিমে নজর কাড়ল মেদিনীপুরের ক্লাব, এক ক্লিকে দেখুন মণ্ডপ
এদিন অনিমাদেবীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা। পাড়ার গৃহবধূকে শেষবারের মতো দেখার জন্য বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ জনতার ঢল নামে।
advertisement
advertisement
প্রসঙ্গত, উত্তর মজিদখানা এলাকার এই গৃহবধূ বাইসনের হামলায় গুরুতর জখম হয়েছিলেন। এরপর প্রায় ৯ দিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তবে শেষরক্ষা হল না। বৃহস্পতিবার অনিমাদেবীর এই লড়াই থেমে যায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর পরিবারকে সরকারিভাবে আর্থিক সাহায্য করা হবে। অনিমাদেবীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
October 03, 2025 2:20 PM IST