এয়ারপোর্টের পাশেই...! বাস থেকে নামতে ভয়ঙ্কর ঘটনা, মুহূর্তে সজোরে ধাক্কা মারল লরি

Last Updated:

Accident News: মাইকেলনগরে বাস থেকে নামার পরেই লরির ধাক্কায় মৃত্যু হয়েছে দু'জনের। জানা যায়, আচমকা বাস থেকে নামতেই তিন যাত্রীকে চরম ধাক্কা মারে ঘাতক লরিটি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু দুজনের মৃত্যু ও তিনজন আহত হন।

বাস থেকে নামতে ভয়ঙ্কর ঘটনা
বাস থেকে নামতে ভয়ঙ্কর ঘটনা
কলকাতা: এয়ারপোর্ট মাইকেলনগরে বাস থেকে নামার পরেই লরির ধাক্কায় মৃত্যু হয়েছে দু’জনের। জানা যায়, আচমকা বাস থেকে নামতেই তিন যাত্রীকে চরম ধাক্কা মারে ঘাতক লরিটি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রবিবাসরীয় দিনে যশোর রোড মাইকেলনগরে পথদুর্ঘটনা ঘটনায় আহত হন তিন জন। তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
রবিবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল মধ্যমগ্রাম মাইকেল নগর। এদিন বিরাটি থেকে বারাসাতের দিকে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল, সেই সময় মাইকেল নগর স্টপেজে যাত্রী তোলা ও নামানোর সময় পেছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে। এই ঘটনায় দুই বাস যাত্রী ও লরি চালক আহত হন। তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লরিটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
advertisement
advertisement
পুলিশ এবং এলাকারবাসীদের সূত্রে খবর, রাত ৯টা নাগাদ বারাসত-গামী বাস এসে দাঁড়ায় মাইকেল নগর বাসস্ট্যান্ডে। একজন যাত্রী বাস থেকে নামছিলেন এবং ওই মহিলা ওঠার চেষ্টা করছিলেন। তখনই পিছন থেকে একটি লরি সজোরে ধাক্কা মারে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরিটি বাসের পিছনে এসে ধাক্কা মারে। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এয়ারপোর্টের পাশেই...! বাস থেকে নামতে ভয়ঙ্কর ঘটনা, মুহূর্তে সজোরে ধাক্কা মারল লরি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement