Arpita Mukherjees New Flat: পরপর আসছে টাকা গোনার মেশিন, টালিগঞ্জকেও হারিয়ে দেবে অর্পিতার রথতলার ফ্ল্যাট?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Arpita Mukherjees New Flat: অর্পিতা মুখোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞেস করার পরে এই তথ্য পায় ইডি। আজ ওর থেকে এই খবর পেয়ে যায় রথতলার এক অভিজাত আবাসনে ৮ নম্বর ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকে ইডি।
#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে তুমুল শোরগোল চলছে বাংলাজুড়ে। সেই সূত্রেই বিপুল পরিমাণ অর্থ ফ্ল্যাটে রেখে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। আর এদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড়সড় অভিযানে নামে ইডি৷ এ দিন সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডি আধিকারিকদের দু'টি বড় দল তল্লাশিতে বেরোন৷ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে একদিন জেরা করার পরই ইডি তল্লাশিতে নতুন করে জল্পনা ছড়ায়। তল্লাশি চালানো হয় রথতলায় অর্পিতার দুটি ফ্ল্যাটে। সেখানে বিপুল পরিমান টাকা পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দফতর সমৃদ্ধি ভবন থেকে তিনটি টাকা খোলার মেশিন আনা হয়েছে বলে খবর ইডি সূত্রে।
অর্পিতা মুখোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞেস করার পরে এই তথ্য পায় ইডি। আজ ওর থেকে এই খবর পেয়ে যায় রথতলার এক অভিজাত আবাসনে ৮ নম্বর ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকে ইডি। ওই আবাসনের ব্লক ২, ২এ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে ইডি অফিসার তালা ভেঙে প্রবেশ করেন। ৩০ মে অর্পিতার ফ্ল্যাটে অর্থাৎ ৮এ নম্বর ফ্ল্যাটে খাবার ডেলিভারি করতে এসেছিল। আবাসনের সম্পাদক অঙ্কিত চুরোলিয়া দৌড়ে আসেন ইডি-র এর ডাকে। তিনি জানান, অর্পিতা শেষ ২৮ মে এসেছিল। ৭ জুনও অর্পিতা ওই ফ্ল্যাটে ছিল, কারণ তার বাড়িতে সার্ভেন্ট কাজ করতে এসেছিল। ফ্ল্যাটের মালিক না থাকলে কাজে কেউ আসতে পারে না।
advertisement
advertisement
অঙ্কিত চুরুলিয়া আবাসনের সেক্রেটারি। তিনি আসার পর তার উপস্থিতিতে খোলা হল অর্পিতার ঘর। তালা ভেঙে ঘরে ঢোকে ইডি আধিকারিকরা। ভেতরে রয়েছে অনেকগুলি আলমারি। ব্লক ২ এর ফ্ল্যাটে তল্লাশি শেষ করে ইডি আধিকারিকেরা সবাই ব্লক ৫ এ চলে আসেন। ভেতরের আলমারিতে কী আছে তার তল্লাশি চলছে জোর কদমে। সেই সময়ই ফের টাকা পাওয়া যায় বলে সূত্রের খবর। সেই টাকার পরিমান কত, তা নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।
advertisement
সেই কারণেই বেলঘরিয়ার আবাসনে নামানো হল অতিরিক্ত ফোর্স। নিয়ে আসা হল প্রিন্টার। দেওয়ানপাড়া বেলঘড়িয়া অর্পিতা মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে ইডি দফতরের আধিকারিকেরা প্রিন্টিং মেশিন নিয়ে আসলেন এবং বাইরে থেকে সেই মেশিন ভিতরে আধিকারিকদের হাতে তুলে দিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2022 8:00 PM IST