‘বিজেপি শাসিত রাজ্য ছেড়ে শুধু বাংলায় কেন NRC-এর তোড়জোড় ?’

Last Updated:

বাংলায় NRC-এর আগে বিজেপি শাসিত রাজ্য এন আর সি কেন করা হচ্ছে না প্রশ্ন তুললেন অধীর চৌধুরী।

#কলকাতা: বাংলায় NRC-এর আগে বিজেপি শাসিত রাজ্য এন আর সি কেন করা হচ্ছে না প্রশ্ন তুললেন অধীর চৌধুরী। তার দাবী দেশে সাম্প্রদায়িকতার রাজনীতি করছে মোদী সরকার। আর রাজ্য সরকার রাজ্যের সব রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করছে। নানুরের স্বরূপ গড়াইয়ের মৃতদেহ নিয়ে টানাপোড়েনের বিষয়েও এদিন সোচ্চার হন তিনি এদিন। বারাসাতে বিশেষ আদালতে হাজিরা দিতে এসে তিনি এই কথা বলেন।
পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ল্যাজেগোবরে অবস্থা কেন্দ্রের। ওই অংশকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করার জন্য ১৯৯৪ সালে কংগ্রেস সরকারই প্রথম লোকসভা ও রাজ্যসভায় প্রস্তাব পাশ করেছিল। বুধবার বারাসতে বিশেষ আদালতে হাজিরা দিতে এসে এমনই মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী।
এদিন তিনি কাশ্মীর প্রসঙ্গে আরও বলেন, 'লোকসভায় কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে আমিই প্রথম প্রশ্ন করেছিলাম। অমিত শাহ তার জবাব দিয়েছেন। ৩৭০ ধারা বাতিলে কাশ্মীর সমস্যার কী সমাধান হয়েছে? দেশের লোকই সেখানে যেতে পারছেন না। ২৫ হাজার হোটেলের বুকিং বাতিল হয়েছে। বাঙালিরা প্রতিবছর দুর্গাপুজোর সময় কাশ্মীরে যান। এবার যেতে পারছেন না।'
advertisement
advertisement
দেশের অর্থনৈতিক বিপর্যয় প্রসঙ্গে অধীর বলেন, অর্থনীতির বিপর্যয়ের জন্য কেবল দেশের অর্থমন্ত্রী একা দায়ী নন। গোটা বিজেপি সরকারটাই ধামাকায় বিশ্বাসী। সাধারণ মানুষের অসুবিধার কথা শোনার সময় এদের নেই। মোদি সরকার টিভিতে বিজ্ঞাপন দিতেই ব্যস্ত। দেশের অর্থনৈতিক বিপর্যয় নোটবন্দির সময় থেকে শুরু হয়েছে। সেদিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনোমোহন সিং যা বলেছিলেন, আজ তা সত্য বলে প্রমাণিত হয়েছে।' কলকাতার মেট্রো প্রকল্প নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে একহাত নেন অধীর। তিনি বলেন, 'মেট্রো প্রকল্পের পথ পরিবর্তন করাতেই কলকাতায় বিপদ দেখা দিয়েছে। মেট্রোরেল পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি ৷’
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘বিজেপি শাসিত রাজ্য ছেড়ে শুধু বাংলায় কেন NRC-এর তোড়জোড় ?’
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement