Madhabi Mukherjee discharged from hospital: সুস্থ মাধবী মুখোপাধ্যায়, হাসপাতাস থেকে ফিরলেন বাড়ি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তাঁর গলব্লাডারে পাথর ধরা পড়েছে৷ যা সময়মতো অস্ত্রপচারের প্রয়োজন৷ জানানো হয়েছে মেডিক্যাল বুলিটিনে৷
#কলকাতা: শারীরিক সমস্যা কাটিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee discharged from hospital)৷ হাসপাতালে ভর্তির হওয়ার ছ’দিনের মাথায় তাঁকে ছেড়ে দেওয়া হল৷ বার্ধক্য জনিত অসুস্থতা, রক্তাল্পতা এবং ডায়াবিটিসের সমস্যায় দীর্ঘদিন ভুগছেন অভিনেত্রী৷ আপাতত হাসপাতালে চিকিৎসার পর তিনি অনেকটাই সুস্থ ও স্থিতিশীল৷ হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে৷ তবে তাঁর গলব্লাডারে পাথর ধরা পড়েছে৷ যা সময়মতো অস্ত্রপচারের প্রয়োজন৷ জানানো হয়েছে মেডিক্যাল বুলিটিনে৷ এছাড়া আর কোনও সমস্যা নেই মাধবী মুখোপাধ্যায়ের৷ হাসপাতালে থাকাকালীন চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। তিনি আপাতত স্থিতিশীল রয়েছেন। সব রকম পরীক্ষা-নিরিক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷
শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে। তবে শনিবার থেকেই তাঁর অবস্থা উন্নতি হতে শুরু করে৷
আরও পড়ুন Tollywood Breakup: বাস্তবে প্রেম ভাঙল মন ফাগুন-এর পিহু ওরফে সৃজলার, প্রাক্তন প্রেমিক রোহন লিখলেন...
advertisement
রক্তাল্পতা ও ডায়াবিটিসের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছেন অভিনেত্রী। সেই সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে তাঁর সবরকম পরীক্ষানিরীক্ষা হয়। তবে সেগুলির রিপোর্টে খুব চিন্তার কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। ক্রনিক অ্যানিমিয়া রয়েছে তাঁর।
advertisement
গত সোমবার ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সূচনাতেও অংশ নিয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। দীর্ঘ অভিনয় জীবনে অজস্র ছবিতে কাজ করেছেন তিনি, তবে বিশ্ব চলচ্চিত্র তাঁকে সবচেয়ে বেশি মনে রেখেছে সত্যজিৎ রায়ের 'চারুলতা' হিসাবে। এছাড়াও '২২শে শ্রাবণ', 'সুবর্ণরেখা', 'মহানগর', 'কাপুরুষ', 'শঙ্খবেলা'র অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করেছেন তিনি।
advertisement
Avijit Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2022 12:22 PM IST