*বারবার ফেসবুকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন পরিচালক, কিন্তু কোনও উত্তর দিচ্ছেন না অভিনেত্রী৷ পরিচালকের আশঙ্কা যে তাঁকে অপহরণ করা হয়েছে৷ এই মর্মে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন, কিন্তু তাতেও মিলছে না উত্তর৷ ফলে আশঙ্কা আরও ঘনিভূত হচ্ছে৷
2/ 6
*মলায়লম অভিনেত্রী মঞ্জু ওয়ারিয়রকে নিয়ে উদ্বিগ্ন পরিচালক সনল কুমার৷ তিনি আশঙ্কা করছেন যে মহা বিপদে পড়েছেন অভিনেত্রী মঞ্জু৷ কারণ কোনওভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না৷ শুধু নায়িকার সঙ্গে নয়, তাঁকে নিয়ে অন্য কোনও ব্যক্তিও কিছু তথ্য দিতে পারছেন না বলে দাবি পরিচালকের৷
3/ 6
*অভিনেত্রীর খোঁজে তাঁর ম্যানেজারের কাছে বার্তা পাঠান পরিচালক সনল৷ কিন্তু কোনও উত্তর মেলেনি বলে তাঁর দাবি৷
4/ 6
*এই সব তথ্য উল্লেখ করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন৷ তারপরও কারও কোনও হেলদোল নেই বলে তিনি অভিযোগ করেছেন৷ কেউ তাঁর এই বার্তাকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন পরিচালক সনল৷
5/ 6
*অনেকে আবার তাঁর সঙ্গে মসকরা করছেন বলে অভিযোগ সনলের৷
6/ 6
*অন্যদিকে অভিনেত্রী মঞ্জুর ইনস্টাগ্রাম প্রোফাইল সক্রিয় রয়েছে৷ যা দেখে সন্দেহ আরও বাড়ছে৷ তাহলে কি অভিনেত্রী গা ঢাকা দিয়ে থাকতে চাইছেন? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য?