•রোহন ও সৃজলার সম্পর্ক ছিল দীর্ঘ ৫ বছরের৷ লিভ ইনের সম্পর্ক ছিল তাঁদের৷ প্রথম থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করেননি দু’জনে৷ গত বছর জুন মাসে বাবাকে হারিয়েছিলেন রোহন৷ সৃজলা ছিলেন রোহন তাঁর পরিবারের পাশে৷ সেই জন্য যে তিনি সৃজলার প্রতি কৃতজ্ঞ, সেই কথাও জানান রোহন৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন যে, সৃজলার প্রতি তিনি ঋণী৷
•এক সঙ্গে ছবি পোস্ট করা থেকে সৃজলার প্রতি তাঁর মনের ভাব, বারবার ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন রোহন৷ সেই রোহনই দায়িত্ব নিয়ে নিজেদের বিচ্ছদের কথা জানালেন৷ বিচ্ছেদ নিয়ে কোনও কাদা ছোড়াছুড়ির মতো পরিস্থিতি তৈরি হোক, চাননি দু’জনেই৷ তাই এই পদক্ষেপ৷ প্রেম ভাঙলেও, দু’জনে দু’জনকে খুব সম্মান করেন, জানিয়েছেন রোহন৷
•অন্যদিকে এই প্রেম ভাঙার পিছনে তৃতীয় ব্যক্তিকে অনেকেই দায়ী করছেন৷ কে এই তৃতীয়জন? জল্পনা চলছে শন বন্দ্যোপাধ্যায়কে (sean banerjee) নিয়ে৷ মন ফাগুন ধারাবাহিকে শন-সৃজলার রসায়ন দুর্দান্ত৷ জুটি হিসেবে তাঁরা হিট৷ অনেকেই মনে করছেন যে বাস্তবে সৃজলার সঙ্গে মন দেওয়া নেওয়া শুরু হয়েছে শনের৷ এই নিয়ে মুখ খোলেননি সৃজলা৷ তবে রোহন স্পষ্ট করেছেন যে নিজেদের মধ্যে সমস্যার জন্যই এই বিচ্ছেদ, এর পিছনে অযথা অন্য কারও নাম জড়ানো উচিৎ নয়৷