Actress Death: ঘরে মিলল অভিনেত্রীর দেহ, ভয়ঙ্কর কাণ্ড কলকাতায়! ঘরে এ কী পেল পুলিশ!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SHANKU SANTRA
Last Updated:
Actress Death: পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
কলকাতা: কলকাতায় উঠতি অভিনেত্রীর রহস্যমৃত্যু। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে। জানা গিয়েছে, ওই অভিনেত্রীর নাম সুস্মিতা দাস। বয়স ২১ বছর। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের সুতাহাটায়। জানা গিয়েছে, ওই অভিনেত্রী হরিদেবপুরের বনমালী ব্যানার্জী রোডে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সিরিয়ালে ছোটখাটো অভিনয় করতেন তিনি।
বৃহস্পতিবার রাত ৮:২২ মিনিট নাগাদ অভিনেত্রীর অভিনয় শিক্ষক সঞ্জয় নস্কর সুস্মিতার ঘরে এসে দরজা খুলতেই ঝুলন্ত দেহ দেখতে পায়। ঘটনার কথা শোনামাত্রই বাড়িওয়ালা ১০০ নম্বরে ডায়াল করেন।
advertisement
এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে খবর, ওই অভিনেত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। তবে, এটি আত্মহত্যার ঘটনা নাকি অন্য কিছু ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে খবর, সুস্মিতা দাস একটি সুসাইড নোট লিখেছেন ।যেখানে উল্লেখ করা রয়েছে, এই সঞ্জয় নস্করের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক রয়েছে। অভিনয়ের প্রলোভন দেখিয়ে একাধিক মেয়ের জীবন নষ্ট করেছে। অভিনয় এবং পড়াশোনার জন্যই শহর কলকাতায় এসেছিলেন ওই অভিনেত্রী। সম্পর্কের টানাপোড়েনেই দুর্ঘটনা কিনা, খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ।
প্রসঙ্গত, এর আগে পল্লবী দে, বিদিশা দে মজুমদারের মতো অভিনেত্রীদের অপমৃত্যুর ঘটনা ঘটেছে টলিউডে। কাজের সুযোগ না পাওয়া, আর্থিক সমস্যা, প্রতারণা- নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয় উঠতি অভিনেত্রীদের, এমন অভিযোগ হামেশাই ওঠে। তেমনই কোনও কারণে এই মৃত্যুর ঘটনা কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2024 1:12 PM IST