Accident: ভয়ঙ্কর! বাস-লরির ভয়াবহ সংঘর্ষে! একের পর এক মৃত্যু, বাসের ভিতরে শুধুই কান্নার আওয়াজ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Accident: পাডালাম পুলিশ জানিয়েছে, যাত্রীবোঝাই একটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এরপর লরির সঙ্গে সংঘর্ষ হয় ওই বাসের।
চেন্নাই: চেন্নাইয়ের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা। তামিলনাড়ুর মাদুরান্থাকামে চেন্নাই-ত্রিচি জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। একটি বাস ও লরির মধ্যে সংঘর্ষে ৪ জনের মৃত্যু হল। আহত হয়েছেন ১৫ জনেরও বেশি। ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এরপর লরির সঙ্গে সংঘর্ষ হয়। তার ফলেই ঘটে ওই ভয়ঙ্কর দুর্ঘটনা।
বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে। পাডালাম পুলিশ জানিয়েছে, যাত্রীবোঝাই একটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এরপর লরির সঙ্গে সংঘর্ষ হয় ওই বাসের।
আরও পড়ুন: ফ্রেজারগঞ্জে বড় রহস্য! মাত্র ৫ মাসে ২৬ জনের ‘এভাবে’ মৃত্যু! ‘কারণ’ কী, ভয় ধরে যাবে আসল ঘটনা জানলে
advertisement
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং ১৫ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চেঙ্গলপাট্টু সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2024 12:21 PM IST