সায়নীর পাল্টা? এবার বিজেপিতে পায়েল সরকার! পতাকা নিলেন দিলীপ ঘোষের হাত থেকে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
এদিন তাঁর হাতে পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
#কলকাতা: কাল টলিউড তারকার ঢল নেমেছিল তৃণমূলে। মমতার হাত থেকেই দলীয় পতাকা নিয়েছিলেন সায়নীর ঘোষ. কাঞ্চন মল্লিকরা। আজ পাল্টা দিল বিজেপি। হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতেই পদ্ম শিবিরে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। এদিন তাঁর হাতে পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিধানসভা নির্বাচনের আগে কার্যত দু ভাগে ভাগ হয়ে গিয়েছে টলিপাড়া। একসময়ে যে দলে ভিক্টর বন্দ্যোপাধ্যায় বা জর্জ বেকার ছাড়া টলিপাড়ার প্রতিনিধি খুঁজে পাওয়াই দুস্কর ছিল, সেখানেই তারকার ঢল। রূপা গঙ্গোপাধ্যায়, অঞ্জনা বসু , অনিন্দ্য ব্যানার্জীরা আগেই ছিল। সম্প্রতি পদ্ম শিবিরে তাক লাগিয়ে দেয় যশ দাশগুপ্তকে দলে টেনে। সাংসদ অভিনেত্রী নুসরতের বন্ধু যশের বিজেপিতে যাওয়া নিয়ে কম জল্পনা হয়নি। যশ ছাড়াও বিজেপিতে যোগ দেন পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, সুতপা সেন, অতনু রায়, অশোক ভদ্র, মল্লিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।
advertisement

advertisement
তবে আজ নাড্ডা সফরের শুরুতে হেস্টিংসে পায়েল সরকরের যোগদানটা ছিল চমক, বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চমকের পাল্টা। এই যোগদান পর্ব সেরেই নৈহাটিতে যাবেন জেপি নাড্ডা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, মিউজিয়াম ঘুরে দেখার পর জুট শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ। এরপর মঙ্গল পাণ্ডে মেমোরিয়াল হয়ে বারাকপুরের আনন্দপুরী খেলার মাঠ। সেখানেই পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন নাড্ডা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2021 11:09 AM IST