Abhishek Banerjee mocks Suvendu Adhikari: 'মহিলারা মা দুর্গা হলে গায়ে হাত দিলে আপত্তি কেন?' শুভেন্দুর 'ডোন্ট টাচ' মন্তব্যে খোঁচা অভিষেকের

Last Updated:

এ দিন বিজেপি-র নবান্ন অভিযান চলাকালীন আহত পুলিশ অফিসারকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

মহিলা পুলিশ নিয়ে শুভেন্দুর মন্তব্যে খোঁচা অভিষেকের৷
মহিলা পুলিশ নিয়ে শুভেন্দুর মন্তব্যে খোঁচা অভিষেকের৷
#কলকাতা: মহিলা পুলিশকর্মীদের তাঁর গায়ে হাত দিতে বারণ করেছিলেন শুভেন্দু অধিকারী৷ তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'ইউ আর লেডি, ডোন্ট টাচ মাই বডি৷' মহিলা পুলিশকর্মীদের ব্যবহার করে তাঁকে ফাঁসানোর চেষ্টা ছিল, এমন অভিযোগও করেছেন বিরোধী দলনেতা৷ মহিলা পুলিশকর্মীদের নিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকেই তীব্র কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
এ দিন বিজেপি-র নবান্ন অভিযান চলাকালীন আহত পুলিশ অফিসারকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন তিনি৷
অভিষেক বলেন, 'উনি লালবাজারে বসে বলছেন মহিলাকে মা দুর্গার চোখে দেখেন৷ মহিলাদের মা দুর্গার চোখে দেখলে তাঁরা গায়ে হাত দিলে আপত্তি কোথায়? তাঁরা গায়ে হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে পুলিশের ভ্যানে নিয়ে গেলে আপত্তি কোথায়? আপনার কাজে আর কথায় তো মিল নেই৷ আমার তো কালকে ওনার কথা শুনে হাসি পাচ্ছে৷ বলছেন ইউ লেডি ডোন্ট টাচ মাই বডি৷ ওনলি ডিসি সাউথ আকাশ মাঘারিয়া ক্যান টাচ মি৷ এর অর্থ কী?' একই সঙ্গে অভিষেকের প্রশ্ন, মহিলাদের সম্মান জানালে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কটূক্তি করেন শুভেন্দু অধিকারী৷
advertisement
advertisement
আরও পড়ুন: 'ডোন্ট টাচ মাই বডি', মহিলা পুলিশকর্মীরা ঘিরে ধরতেই হুঁশিয়ারি শুভেন্দুর
শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে গিয়ে সারদা এবং নারদার প্রসঙ্গও তুলেছেন অভিষেক৷ তাঁর কথায়, 'কালকের ঘটনায় আমার একটা উপলব্ধি হয়েছে৷ বিলম্বিত বোধোদয় বলতে পারেন৷ যদি সুদীপ্ত সেনের নাম সুদীপ্তা সেন হত, আর ম্যাথু স্যামুয়েলসের নাম অ্যাঞ্জেলিনা স্যামুয়েলস হতো, তাহলে উনি টাকা নিতেন না৷ যাঁদের থেকে বিজেপি টাকা তোলে, তাঁরা এবার থেকে মহিলাদের দিয়ে টাকা পাঠান৷ তাহলে আর টাকা নেবে না৷ কারণ বিজেপি নেতারা মহিলাদের পছন্দ করেন না৷'
advertisement
শুভেন্দু অধিকারী লালবাজারে বসে অভিযোগ করেছিলেন, মহিলা পুলিশকর্মীরা তাঁর কাঁধে ঘুষি মেরেছেন৷ তাঁকে বার বার ধাক্কা মেরেছেন৷ যাতে প্ররোচিত হয়ে তিনি প্রতিক্রিয়া দেখান৷ এর পিছনে পুলিশের অন্য কোনও অভিসন্ধি ছিল বলেই অভিযোগ করেছিলেন শুভেন্দু৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee mocks Suvendu Adhikari: 'মহিলারা মা দুর্গা হলে গায়ে হাত দিলে আপত্তি কেন?' শুভেন্দুর 'ডোন্ট টাচ' মন্তব্যে খোঁচা অভিষেকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement