Suvendu Adhikari: 'ডোন্ট টাচ মাই বডি', মহিলা পুলিশকর্মীরা ঘিরে ধরতেই হুঁশিয়ারি শুভেন্দুর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শুভেন্দুকে বলতে শোনা যায়, 'ডোন্ট টাচ মাই বডি৷ আই আ্যাম মেল, ইউ আর লেডি৷ আপনাদের পুরুষ অফিসারকে ডাকুন৷'
#কলকাতা: শুভেন্দু অধিকারীকে পুলিশি বাধা নতুন কিছু নয়৷ আজ তাঁকে বাগে আনতে পারলেই যে বিজেপি-র নবান্ন অভিযানের যাবতীয় পরিকল্পনা ভোঁতা করে দেওয়া যাবে, পুলিশ প্রশাসনের কর্তারা তা ভালই জানতেন৷ তাই সাঁতরাগাছি যাওয়ার পথে হেস্টিংসের কাছে পিটিএস মোড়েই শুভেন্দুকে আটকে দেয় পুলিশ৷ রাস্তা আটকে বসিয়ে দেওয়া হয় স্টিলের ব্যারিকেডও৷ আর তার পরেই নাটকের সূত্রপাত৷ বলা ভাল, শুভেন্দুকে আটকাতে কার্যত নতুন কৌশলের পথেই হাঁটল পুলিশ৷
এ দিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন সাংসদ লকেট চক্রবর্তী ও বিজেপি নেতা রাহুল সিনহা৷ পুলিশি বাধা পেয়েই গাড়ি থেকে নেমে আসেন রাজ্যের বিরোধী দলনেতা৷ তাঁর পাশেই ছিলেন লকেট ও রাহুল৷ পুলিশ শুভেন্দুকে জানিয়ে দেয়, আর এগনো যাবে না৷ খানিক্ষণ তর্কাতর্কির পর শুভেন্দু পুলিশকে বলেন, তাহলে আমাকে গ্রেফতার করুন৷
advertisement
advertisement
প্রথমে রাহুল সিনহাকে ধরে প্রিজন ভ্যানে তোলে পুলিশ৷ তার পর মহিলা পুলিশকর্মীরা লকেট চট্টোপাধ্যায়কে আটক করে অন্য একটি প্রিজন ভ্যানে তোলেন৷ এর পরেই দেখা যায় শুভেন্দু অধিকারীকে কার্যত ঘিরে ফেলেছেন কয়েকজন মহিলা পুলিশকর্মী৷ শুভেন্দুকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হন তাঁরা৷ যা দেখেই কার্যত সতর্ক হয়ে যান বিরোধী দলনেতা৷
advertisement
শুভেন্দুকে বলতে শোনা যায়, 'ডোন্ট টাচ মাই বডি৷ আই আ্যাম মেল, ইউ আর লেডি৷ আপনাদের পুরুষ অফিসারকে ডাকুন৷' এর পরে অবশ্য আর খুব বেশি জেদাজেদি করেননি শুভেন্দু অধিকারী৷ নিজে থেকে গিয়েই প্রিজন ভ্যানে উঠে পড়েন তিনি৷ তুলনামূলক ভাবে রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়কে প্রিজন ভ্যানে তুলতে বেশি বেগ পেতে হয় পুলিশকর্মীদের৷
advertisement
#WATCH | West Bengal: Police detain BJP leaders including Leader of Opposition Suvendu Adhikari, Rahul Sinha and MP Locket Chatterjee from Hastings in Kolkata ahead of BJP's Nabanna Chalo march
Leaders taken to Kolkata Police headquarters in Lalbazar pic.twitter.com/aPgJm7q6Dn — ANI (@ANI) September 13, 2022
advertisement
পুলিশকর্তারা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুরুষের মতো মহিলা পুলিশ কর্মীদেরও কাজে লাগানো হয়৷ কোনও মহিলাকে আটক বা গ্রেফতারের ক্ষেত্রে মহিলা পুলিশকর্মীর উপস্থিতি বাধ্যতামূলক হলেও কোনও পুরুষকে আটকের ক্ষেত্রে চাইলে মহিলা পুলিশ কর্মীদের ব্যবহার করা যেতেই পারে৷ এ বিষয়ে কোনও নির্দিষ্ট নিয়ম নেই৷ তাই শুভেন্দুকে আটক করতে মহিলা পুলিশকর্মীদের কাজে লাগানোর মধ্যে আপত্তির কিছু দেখছেন না প্রাক্তন ও বর্তমান পুলিশ কর্তারা৷
advertisement
যদিও শুভেন্দু অধিকারীকে আটক করার ক্ষেত্রে মহিলা পুলিশকর্মীদের এগিয়ে দেওয়ার মধ্যে অবশ্য অন্য কৌশল দেখছেন অভিজ্ঞ পুলিশকর্তারা৷ প্রথমত, পুরুষ পুলিশ অফিসারদের সঙ্গে শুভেন্দুর সংঘাতে জড়ানোর সম্ভাবনা থাকলেও মহিলা পুলিশকর্মীরা থাকলে সেই সম্ভাবনা অনেকটাই কমে৷ চারপাশে মহিলা পুলিশকর্মীরা থাকায় শুভেন্দুও এ দিন বাধ্য হয়েই অনেকটা সতর্ক হয়ে যান৷ খুব বেশি জেদাজেদি করাও সম্ভব হয়নি তাঁর পক্ষে৷ ফলে রণকৌশলের দিক থেকে এ দিন পুলিশ ফুল মার্কস পেয়েছে, সেকথা বলাই যায়৷ শুভেন্দু অবশ্য তাঁকে বাধা দেওয়া নিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2022 1:57 PM IST