TMC leader attacked in Tamluk: মারের চোটে প্রায় বিবস্ত্র, তৃণমূলের প্রধানকে রাস্তায় ফেলে বেদম পেটালো বিজেপি কর্মীরা

Last Updated:

ঘটনাস্থলে পুলিশ কর্মী মোতায়েন করা থাকলেও তাঁরা সংখ্যায় ছিলেন কম৷ ফলে কার্যত এলোপাথাড়ি মারধর চলতে থাকে৷

আক্রান্ত তৃণমূল নেতা তারক জানা (আকাশি পাঞ্জাবি)৷ প্রাণভয়ে পালাচ্ছেন তিনি (ডান দিকে)৷
আক্রান্ত তৃণমূল নেতা তারক জানা (আকাশি পাঞ্জাবি)৷ প্রাণভয়ে পালাচ্ছেন তিনি (ডান দিকে)৷
#কলকাতা: জামাকাপড় ছিঁড়ে গিয়েছে৷ জাতীয় সড়কের উপর দিয়ে প্রাণ ভয়ে পালাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান৷ আর তার পিছন পিছন ছুটছেন মারমুখী বিজেপি কর্মীরা৷ এমনই বিরল দৃশ্যের সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের তমলুক৷ শেষ পর্যন্ত ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে পুলিশ৷
বিজেপি-র নবান্ন অভিযানের দিন এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের তমলুকের সোনাপেতায়৷ এ দিন সকালে নবান্ন অভিযানে যোগ দিতে বাসে করে কলকাতায় আসছিলেন বিজেপি কর্মী সমর্থকরা৷ অভিযোগ, সোনাপেতায় জাতীয় সড়কের উপরে টোল প্লাজার কাছে রাস্তার পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে ফেলতে শুরু করেন বিজেপি নেতা, কর্মীরা৷
advertisement
টোলপ্লাজার পাশেই ছিল রঘুনাথপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস৷ মুখ্যমন্ত্রীর ছবি ছেঁড়া হচ্ছে দেখে তার প্রতিবাদ করেন তারকা জানা নামে ওই পঞ্চায়েত প্রধান৷ সেই সময়ই তাঁকে কার্যত ঘিরে ধরেন বিজেপি নেতা, কর্মীরা৷ এর পরেই শুরু হয় মারধর৷ লাঠি, ছাতা হাতের কাছে যা ছিল, তাই নিয়েই তৃণমূল নেতার উপরে চড়াও হন বিজেপি কর্মী, সমর্থকরা৷
advertisement
advertisement
ঘটনাস্থলে পুলিশ কর্মী মোতায়েন করা থাকলেও তাঁরা সংখ্যায় ছিলেন কম৷ ফলে কার্যত এলোপাথাড়ি মারধর চলতে থাকে৷ মারের চোটে তৃণমূল নেতার পাঞ্জাবি, ভিতরে থাকা গেঞ্জি সবই ছিঁড়ে যায়৷ বিজেপি কর্মীদের নাগাল এড়িয়ে কোনওক্রমে পঞ্চায়েত অফিসের দিকে দৌড়তে থাকেন তিনি৷ তখনও তাঁকে ধাওয়া করেন বিজেপি কর্মীরা৷
advertisement
শেষ পর্যন্ত পঞ্চায়েত প্রধানকে উদ্ধারে এগিয়ে আসেন টোল প্লাজার এক কর্মী৷ কিন্তু তাঁর নাগাল থেকে তৃণমূল নেতাকে ছিনিয়ে নিয়ে ফের রাস্তায় ফেলে শুরু হয় তৃণমূল নেতাকে৷ মারধরের ফলে কার্যত বিবস্ত্র হওয়ার অবস্থা হয় তৃণমূল নেতার৷ শেষ পর্যন্ত কয়েকজন পুলিশকর্মী এসে কোনওক্রমে তৃণমূল নেতাকে উদ্ধার করে পঞ্চায়েত অফিসে ঢুকিয়ে দেয়৷
পরে তারক জানা নামে ওই তৃণমূল নেতা বলেন, 'মুখ্যমন্ত্রী কাল নিমতৌড়ি আসবেন বলে তাঁর ছবি লাগানো হয়েছিল৷ সেই ছবি ছেঁড়া হচ্ছে দেখে আমি প্রতিবাদ করি৷ তখনই আমাকে ঘিরে ধরে মারধর শুরু করে৷ আমায় প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল৷' হামলাকারী বিজেপি নেতা, কর্মীদের তিনি চেনেন বলেও জানিয়েছেন তারক জানা৷ এই ঘটনায় অবশ্য বিজেপি-র প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC leader attacked in Tamluk: মারের চোটে প্রায় বিবস্ত্র, তৃণমূলের প্রধানকে রাস্তায় ফেলে বেদম পেটালো বিজেপি কর্মীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement