Abhishek Banerjee on IPack: 'আমার দফতর, আইপ্যাকের নাম করে...', দলের নেতা কর্মীদের নিজেই সতর্ক করলেন অভিষেক! কেন দিলেন ফোন নম্বর?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অভিষেক নিজেই জানিয়েছেন, এই সংক্রান্ত অনেক অভিযোগ এসেছে তাঁর কাছে৷ অনেককে গ্রেফতারও করা হয়েছে৷
কলকাতা: তাঁর অফিস অথবা আইপ্যাকের নাম করে টাকা তোলার চেষ্টা হচ্ছে দলীয় নেতা, কর্মীদের কাছ থেকে৷ শনিবার দলের নেতা, কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য পেশ করতে গিয়ে এমনই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা নিজেই জানিয়েছেন, এই সংক্রান্ত অনেক অভিযোগ এসেছে তাঁর কাছে৷ অনেককে গ্রেফতারও করা হয়েছে৷ এই ধরনের প্রতারণার ঘটনা আটকাতে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়েছেন অভিষেক৷
advertisement
অভিষেক বলেন, ‘আমার অফিসের ও আই প্যাকের নাম করে পদ পাইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক অভিযোগ এসেছে। অনেক গ্রেফতার হয়েছে। নাম্বার দিচ্ছি ৮১৪২৬৮১৪২৬ ,যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি এই নাম্বারে ভেরিফাই করবেন। আমার অফিস থেকে কেউ গেলে আগাম বার্তা যাবে জেলা সভাপতির কাছে। নাহলে কারও এমন প্রস্তাবে রাজি হবেন না। আমার অফিসে রিপোর্ট করবেন।’
advertisement
এ দিন দলের নেতাকর্মীদের মূলত ২০২৬-এর ভোট প্রস্তুতি এবং ভোটার তালিকায় কারচুপি রোখার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার মধ্যেই আইপ্যাকের নাম করে টাকা তোলার প্রসঙ্গটি তোলেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2025 9:31 PM IST