Abhishek Banerjee on IPack: 'আমার দফতর, আইপ্যাকের নাম করে...', দলের নেতা কর্মীদের নিজেই সতর্ক করলেন অভিষেক! কেন দিলেন ফোন নম্বর?

Last Updated:

অভিষেক নিজেই জানিয়েছেন, এই সংক্রান্ত অনেক অভিযোগ এসেছে তাঁর কাছে৷ অনেককে গ্রেফতারও করা হয়েছে৷

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
কলকাতা: তাঁর অফিস অথবা আইপ্যাকের নাম করে টাকা তোলার চেষ্টা হচ্ছে দলীয় নেতা, কর্মীদের কাছ থেকে৷ শনিবার দলের নেতা, কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য পেশ করতে গিয়ে এমনই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা নিজেই জানিয়েছেন, এই সংক্রান্ত অনেক অভিযোগ এসেছে তাঁর কাছে৷ অনেককে গ্রেফতারও করা হয়েছে৷ এই ধরনের প্রতারণার ঘটনা আটকাতে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়েছেন অভিষেক৷
advertisement
অভিষেক বলেন, ‘আমার অফিসের ও আই প্যাকের নাম করে পদ পাইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক অভিযোগ এসেছে। অনেক গ্রেফতার হয়েছে। নাম্বার দিচ্ছি ৮১৪২৬৮১৪২৬ ,যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি এই নাম্বারে ভেরিফাই করবেন। আমার অফিস থেকে কেউ গেলে আগাম বার্তা যাবে জেলা সভাপতির কাছে। নাহলে কারও এমন প্রস্তাবে রাজি হবেন না। আমার অফিসে রিপোর্ট করবেন।’
advertisement
এ দিন দলের নেতাকর্মীদের মূলত ২০২৬-এর ভোট প্রস্তুতি এবং ভোটার তালিকায় কারচুপি রোখার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার মধ্যেই আইপ্যাকের নাম করে টাকা তোলার প্রসঙ্গটি তোলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee on IPack: 'আমার দফতর, আইপ্যাকের নাম করে...', দলের নেতা কর্মীদের নিজেই সতর্ক করলেন অভিষেক! কেন দিলেন ফোন নম্বর?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement